এ উত্থানে স্বস্তি পেয়েছেন সেইসব বিনিয়োগকারী, যারা ক্রিপ্টোকারেন্সির লেনদেন থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
Published : 03 Mar 2025, 07:42 PM
কৌশলগত ক্রিপ্টো রিজার্ভ ও ক্রিপ্টো মুদ্রা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনার আভাস প্রকাশের পরপর এক ধাক্কায় দাম বেড়েছে বিটকয়েনের।
প্রেসিডেন্টের তরফ থেকে এমন পদক্ষেপ প্রত্যাশিত ছিল বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন সংবাদ সাইট এমএসএনবিসি।
শুক্রবারের ৭৮ হাজার দুইশ ২৬ দশমিক ২৩ ডলারের পর ১৮ শতাংশ মূল্যবৃদ্ধির পর সর্বশেষ এ মুদ্রার দাম ৯২ হাজার ডলারের খানিকটা ওপরে এসে থিতু হয়েছে। অপর মুদ্রা ইথারের দাম ১৩ শতাংশ বেড়ে হয়েছে দুই হাজার তিনশ ডলার।
এরইমধ্যে ক্রিপ্টোমুদ্রা এক্সচেঞ্জ কয়েনবেইজ ও রবিনহুডও এর সুবিধা পেয়েছে। এদের ইনডেক্স যথাক্রমে নয় ও সাত শতাংশ করে বেড়েছে।
সপ্তাহান্তেই প্রেসিডেন্ট ট্রাম্প একটি নতুন স্ট্র্যাটেজিক ক্রিপ্টো রিজার্ভ তৈরির ঘোষণা দিয়েছেন, যা তার পূর্ববর্তী অবস্থান থেকে অনেকটাই ভিন্ন। নতুন এই রিজার্ভে বিটকয়েনের পাশাপাশি ইথার, এক্সআরপি, সোলানা টোকেন এবং কারডানোর মতো অন্যান্য ক্রিপ্টোকারেন্সিও অন্তর্ভুক্ত থাকবে।
এরইমধ্যে বিটকয়েনের দাম অল্প সময়ের জন্য ৯৫ হাজার ডলার পর্যন্ত উঠে গিয়েছিল। পাশাপাশি ছোটো কয়েনগুলোর দাম হয়েছে দ্বিগুণ। এ উত্থানে স্বস্তি পেয়েছেন সেইসব বিনিয়োগকারী, যারা ক্রিপ্টোকারেন্সির লেনদেন থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
গত সপ্তাহে বিটকয়েনের মূল্য গত তিন মাসের মধ্যে প্রথমবারের মতো ৯০ হাজার ডলারের নিচে নেমে গিয়েছে, যা জানুয়ারি মাসের সর্বকালের সর্বোচ্চ মূল্যের চেয়ে ২৫% কম। এক পর্যায়ে এমন ঝুঁকিও তৈরি হয় যে, এর মূল্য হয়ত ৭০ হাজার ডলারের নিচেও চলে যাবে।