১০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা ইসলামী ব্যাংকের

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে ব্যাংকটি বিনিয়োগকারীদের এ হারে নগদ লভ্যাংশ দিয়ে আসছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2023, 05:06 PM
Updated : 29 April 2023, 05:06 PM

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০২২ সালের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ, অর্থাৎ শেয়ারপ্রতি এক টাকা করে লভ্যাংশ দিয়ে আসছে।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, গত বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ২০২২ সালের ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। সেটির ভিত্তিতে বিনিয়োগকারীদের এ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করে পর্ষদ।

এ প্রস্তাব অনুমোদনে শেয়ারধারীদের সম্মতি নিতে আগামী ২২ জুন বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকের বার্ষিক সধারণ সভার (এজিম) সময় নির্ধারণ করেছে পর্ষদ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয় আগামী ২২ মে।

ওইদিন লেনদেন শেষে যেসব বিনিয়োগকারীদের কাছে শেয়ার থাকবে তারা লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে ব্যাংকটি জানিয়েছে, ২০২২ সালে ইসলামী ব্যাংকের কর-পরবর্তী সমন্বিত মুনাফা হয় ৬১৬ কোটি ৭০ লাখ টাকা। আগের বছরের চেয়ে যা ১৩৫ কোটি ৯৪ লাখ টাকা বা ২৮ দশমিক ২৮ শতাংশ বেশি। ২০২১ সালে করপরবর্তী নিট মুনাফা ছিল ৪৮০ কোটি ৭৬ লাখ টাকা।

এসময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ৩ টাকা ৮৩ পয়সা, আগের বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা।

২০২২ সাল শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ২১ পয়সায়। আগের বছরে যা ছিল ৪০ টাকা ৮২ পয়সায়।

১৯৮৫ সালে তালিকাভুক্ত হওয়া ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৬১০ কোটি টাকা।

ইসলামী ব্যাংকের শেয়ার সংখ্যা হচ্ছে ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৫৫ দশমিক শূন্য ৬ শতাংশ, ১৪ দশমিক ৫৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২০ দশমিক ২৪ শতাংশ বিদেশি বিনিয়োগকারী ও ১০ দশমিক ১১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

গত বৃহস্পতিবার ব্যাংকটির শেয়ার সর্বশেষ হাত বদল হয়েছে ৩২ টাকা ৮০ পয়সায়।