Published : 18 Apr 2023, 09:06 PM
মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা বাড়ানোর সুযোগ তৈরি করতে নতুন নির্দেশনা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
ঈদের ছুটি শুরুর আগে শেষ কর্মদিবস মঙ্গলবার দেওয়া এ নিদের্শনায় বলা হয়েছে, ‘এ’ ক্যাটাগরির শেয়ারে এখন থেকে মূল্য ও আয়ের অনুপাত (পিই রেশিও) ৫০ পর্যন্ত হলেও মার্জিন ঋণ সুবিধা দেওয়া যাবে।
এজন্য শর্ত হিসেবে ওই শেয়ার বা সিকিউরিটিজটি টানা তিন অর্থবছর ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে এবং কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকার নিচে নয় তা নিশ্চিত হতে হবে।
এর আগে ঝুঁকি বিবেচনায় কোনো শেয়রের পিই রেশিও ৪০ পর্যন্ত হলে সেটিতে বিনিয়োগের জন্য ঋণ দেওয়া যেত।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ নির্দেশনা ‘অনতিবিলম্বে’ কার্যকর হবে বলে এতে বলা হয়েছে।
নানান কারণে অস্থির ও দরপতনের মধ্যে থাকা শেয়ারবাজারে ভালো ও মৌলভিত্তির শেয়ার হিসেবে পরিচিত ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ারে লেনদেন বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে বিএসইসি বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবারের নির্দেশনায় বলা হয়েছে, ‘এ’ ক্যাটাগরির এমন শেয়ার ছাড়া ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অন্য সব সিকিউরিটিজে ৪০ এর উপরে পিই অনুপাত থাকলে সেগুলোতে আগের মতই ঋণ দেওয়া যাবে না।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বেশির ভাগ মৌলভিত্তির শেয়ার ফ্লোরপ্রাইসে আটকে থাকায় বিএসইসির এ সুবিধা ঈদের পরে লেনদেন শুরু হলে কতটা প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়।