‘‘স্বতন্ত্র অডিটর প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে অডিট করা হবে। তখন টার্ম অব রেফারেন্স ও অন্যান্য বিষয় ঠিক হবে,” বলেন মুখপাত্র।
Published : 10 Dec 2024, 09:48 PM
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানির ওপর বিশেষ নিরীক্ষা চালাবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড (বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড), ওষুধ খাতের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের সবশেষ পাঁচ বছরের আর্থিক বিষয় নিয়ে এ নিরীক্ষা চালানো হবে।
এরমধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস যুক্তরাজ্যের লন্ডন স্টক এক্সচেঞ্জেও তালিকাভুক্ত।
মঙ্গলবার কমিশনের সভায় এ সিদ্ধান্ত হওয়ার তথ্য সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিএসইসি।
কমিশনের মুখপাত্র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘স্বতন্ত্র অডিটর প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে অডিট করা হবে। তখন টার্ম অব রেফারেন্স ও অন্যান্য বিষয় ঠিক হবে।’’
সরকার পতনের পর থেকে ঋণ অনিয়ম, খেলাপি ঋণসহ বিভিন্ন কারণে আলোচনায় থাকা বেক্সিমকো গ্রুপের বিষয়ে এর আগেও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।
সেগুলোর ধারাবাহিকতায় এবার বিশেষ নিরীক্ষা চালানোর এ সিদ্ধান্ত এল।
গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। তিনি হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন।
তার গ্রেপ্তার হয়ে কারাগারে থাকার মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের চারটি কোম্পানিসহ অন্যান্য কোম্পানির ভবিষ্যত নিয়ে নানান আলোচনার মধ্যে আদালতের আদেশে এ শিল্পগ্রুপে তত্ত্বাবধায়ক (রিসিভার) নিয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক।
বেতন বকেয়া পড়ায় এ শিল্পগ্রুপের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা গাজীপুরে বিভিন্ন সময়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
এমন প্রেক্ষাপটে বেক্সিমকো শিল্প পার্কের কারখানাগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনকে প্রধান করে উপদেষ্টাদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি কাজও শুরু করেছে।
আরও পড়ুন
বেক্সিমকোর শ্রম অসন্তোষ নিরসনে উপদেষ্টাদের নিয়ে কমিটি
বেক্সিমকোর বন্ড, বসুন্ধরার কৌশলগত বিনিয়োগসহ ১১ কোম্পানির 'কারসাজি
বেক্সিমকোতে তত্ত্বাবধায়ক বসাল কেন্দ্রীয় ব্যাংক
অচল করতে নয়, বেক্সিমকোকে 'সচল রাখতেই' রিসিভার: গভর্নর
গাজীপুরে বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বেতনের দাবিতে বেক্সিমকো শ্রমিকদের দুই দফা সড়ক অবরোধ
১০০০ কোটি টাকা পাচারের অভিযোগ, বেক্সিমকোর বিরুদ্ধে ১৭ মামলা
পুঁজিবাজারে সালমান ও এস আলমের 'অনিয়ম' খুঁজতে কমিটি