ডিএসইতে এদিন লেনদেনে প্রথম অবস্থানে চলে আসে ওষুধ ও রসায়ন খাত।
Published : 05 Nov 2024, 08:04 PM
পুঁজিবাজার থেকে মূলধনী আয়ের ওপর কর কমানোর খবরে টানা দ্বিতীয় দিনে সূচকে বড় উত্থান হয়েছে; বেশির ভাগ শেয়ারের দর বাড়তে দেখে বিনিয়োগকারীরাও শেয়ার কেনাবেচায় অংশগ্রহণ বাড়িয়েছেন, যাতে দীর্ঘদিন পর লেনদেনও বেড়েছে বেশ।
মঙ্গলবার দেশের প্রধান স্টক এক্সচেঞ্জে দিন শেষে সূচক বেড়েছে ১১২ পয়েন্ট আর এক মাস ১০ দিন পর লেনদেন ৮০০ কোটি টাকার ঘর পার করেছে।
দিনভর সবুজ থেকে এদিন ডিএসই সূচকে সবশেষ অবস্থান ছিল ৫ হাজার ৩৬৫ পয়েন্টে। আগের দিন সূচকে যোগ হয়েছিল ৬১ পয়েন্ট, লেনদেন হয়েছিল ৫৬৫ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর গত সোমবার পুঁজিবাজার থেকে মূলধনী আয়ের উপর করহার নামিয়ে ১৫ শতাংশ করে অন্তর্বর্তীকালীন সরকার। এতে ৫০ লাখ টাকার বেশি মূলধনী আয়ের উপর করহার কমে ১৫ শতাংশ এবং সারচার্জ ৪০ দশমিক ৫০ শতাংশ থেকে কমে ২০ দশমিক ২৫ শতাংশে নামে।
আগের দিন লেনদেন চলাকালে এ খবর বাজারে এলে পুজিবাজারে ৬১ পয়েন্ট বেড়েছিল। পরের দিন সূচক ও লেনদেনে আরও বড় লাফ দেখা গেল।
এতে টানা পতনের পর উত্থানের ধারায় ফেরা বাজারে গত ছয় দিনে ডিএসইর মূল্য সূচকে যোগ হল ৪৬৬ পয়েন্ট। মাঝখানে গত ৩ অক্টোবর সূচক কমেছিল ৯ পয়েন্ট।
বেশির ভাগ শেয়ারের দর বাড়ায় এদিন সব খাতের সিংহভাগ শেয়ার হাতবদল হয় দর বেড়ে। লেনদেনে অংশ নেওয়া ৪১৬ কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ৩১২টির বা ৭৫ শতাংশের, কমেছে ৭৪টির বা ১৮ শতাংশের ও আগের দিনের দরে লেনদেন হয় ৩০টির।
লেনদেন তথ্য অনুযায়ী, খাত হিসেবে সর্বোচ্চ ১৭৮ কোটি ২২ লাখ টাকার লেনদেন করে ডিএসইতে প্রথম অবস্থানে চলে আসে ওষুধ ও রসায়ন খাত। একক খাত হিসেবে যা ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৬ শতাংশ।
এরপরই ১৬ দশমিক ৫৪ শতাংশ অবদান রাখে ব্যাংক খাত এবং তৃতীয় অবস্থানে থাকা বস্ত্রখাতের অবদান ছিল ৮ শতাংশ।
দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে দর বাড়ার শীর্ষ ১০ এর তালিকায় উঠে আসে ফুওয়াং ফুড। সাকির্ট ব্রেকারের সর্বোচ্চ সীমা ১০ শতাংশ বেড়ে হাতবদল হয় শেয়ারটি।
এরপর সাড়ে ৯ শতাংশের বেশি দাম বেড়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভি ক্যামিকালস, বেস্ট হোল্ডিংস, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিল, বিডি থাই ফুড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড।
অন্যদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ারদর হারানোর তালিকায় শীর্ষ ১০ এ উঠে এসেছে তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম।
আগের দিনের চেয়ে শেয়ারটি ৫ শতাংশের বেশি দর হারিয়ে হাতবদল হয় পুঁজিবাজারে। এরপর ৪ শতাংশের বেশি দর হারিয়েছে ইউনাইটেড ফাইন্যান্স ও পেনিনসুলা চিটাগাং।
৩ শতাংশের বেশি দর হারানো কোম্পানি হচ্ছে মেট্টো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন ও পিপলস লিজিং। ২ শতাংশের বেশি দর হারায় তুংহাই নিটিং, বিআইএফসি, কনফিডেন্স সিমেন্ট ও রহিম টেক্সটাইলস মিলস।