টুর্নামেন্টে এ পর্যন্ত দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচের ফাঁকে বিরতি পেয়েছে একদিন। এবার প্রীতি-সাগরিকাদের প্রতিপক্ষ ভারত, যারা নেপালকে হারানোর পর বিরতি পেয়েছে তিন দিন। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সূচি নিয়ে তাই স্বাভাবিকভাবে ক্ষুব্ধ গোলাম রব্বানী ছোটন। তবে বাংলাদেশ কোচ জানালেন, প্রতিপক্ষ ভারত হওয়ায় তার দলের স্পিরিট থাকবে উঁচুতে।
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার বেলা ৫টা ১৫ মিনিটে মুখোমুখি হবে দুই দল।
ভূটানকে ৮-১ গোলে উড়িয়ে প্রতিযোগিতা শুরু করা গোলাম রব্বানী ছোটনের দল নিজেদের দ্বিতীয় ম্যাচে রাশিয়ার বিপক্ষে হেরে যায় ৩-০ ব্যবধানে।
নেপালের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৪-১ গোলে জিতেছিল ভারত।
আসরের সবচেয়ে শক্তিশালী দল রাশিয়ার কাছে হারলেও ভেঙে পড়ছে না বাংলাদেশ। ভারত ম্যাচ নিয়ে তাই ছোটনের কণ্ঠে আত্মবিশ্বাসের স্ফুরণ।
“ভারতের বিপক্ষে অতীতে যেভাবে খেলেছি, সেভাবেই খেলব। তারা শক্তিশালী দল। আশা করি, মেয়েরা তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং নিজেদের স্বাভাবিক খেলাটা খেলবে।”
“রাশিয়ার বিপক্ষে মেয়েরা শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করেছে। হারলেও ওই ম্যাচে মেয়েদের আত্মবিশ্বাস বেড়েছে। ভারতের বিপক্ষে আগেও খেলেছি, জিতেছি, আমার মনে হয়, এবারও টিম স্পিরিট, মনোবল উঁচুতে থাকবে।”
সূচি নিয়ে ক্ষোভ জানালেও বাংলাদেশ কোচ স্বস্তি খুঁজে নিচ্ছেন তার শিষ্যদের ফিটনেসের দিকে তাকিয়ে। হালকা চোটে পড়া জয়নব বিবি রিতাকেও ভারতের বিপক্ষে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
“রাশিয়া প্রথম ম্যাচ খেলল আমাদের বিপক্ষে। প্রথম ম্যাচ খেলার পর তিন দিন বিরতি নিয়ে ভারত আমাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। আর আমরা ২৪ ঘণ্টা পরই মাঠে নামছি। আমাদের মেয়েদের ফিটনেস লেভেল ভালো এবং দ্রুত রিকভারি করতে পারে বলে আমি তাদের নিয়ে আশাবাদী।”