ফরাসি তারকার জন্য বোনাসসহ ২০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিতে পারে রিয়াল মাদ্রিদ।
Published : 30 Jul 2023, 04:04 PM
জোরেশোরেই বাতাসে ভাসছে কিলিয়ান এমবাপের পিএসজির ছাড়ার খবর। ফরাসি ফরোয়ার্ডকে দলে পেতে শুরু থেকেই সবচেয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। ইএসপিএনের খবর অনুযায়ী, লা লিগা শুরুর আগেই এমবাপেকে দলে টানার প্রক্রিয়া সেরে ফেলতে চায় মাদ্রিদের ক্লাবটি।
২০২৪ সালে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে এমবাপের। সেটা নবায়ন করতে রাজি না হওয়ায় এই গ্রীষ্মের দলবদলেই তাকে ছেড়ে দিতে চায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। গুঞ্জন রয়েছে, আগামী মৌসুমে ‘ফ্রি এজেট’ হিসেবে রিয়ালে যোগ দিতে নাকি সম্মত হয়েছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। তবে পিএসজি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্লাব ছাড়লে এবারই চলে যেতে হবে এমবাপেকে।
সম্প্রতি এমবাপেকে দলে পেতে পিএসজিকে ২০ কোটি ইউরোর প্রস্তাব দেয় আল হিলাল। সৌদি ক্লাবের সেই প্রস্তাব প্যারিসের ক্লাবটি গ্রহণ করলেও এমবাপে তাতে রাজি নন বলেই খবর। তার ইচ্ছা কেবল রিয়ালে যাওয়ার। তবে স্পেন ও ফ্রান্সের শীর্ষ লিগ শুরুর দুই সপ্তাহ বাকি থাকতে এখনও এমবাপেকে নিয়ে আলোচনায় বসেনি পিএসজি ও রিয়াল।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে যে, পিএসজি যদি আলোচনা করতে ইচ্ছা প্রকাশ করে তাহলে রিয়াল মাদ্রিদ চুক্তি সম্পন্ন করতে প্রস্তুত। এমবাপের নিজেদের শিবিরে আনার জন্য রিয়ালের প্রস্তাব বোনাস সহ ২০ কোটি ইউরো ছাড়িয়ে যেতে পারে। চুক্তির মেয়াদ হতে পারে ২০২৯ সাল পর্যন্ত।
এমবাপের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে রিয়াল। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এমবাপের জন্য ২৫ কোটি ইউরো চায় পিএসজি। তবে সূত্রটি ইএসপিএনকে জানিয়েছে যে, এর চেয়ে কম অর্থের প্রস্তাবও তারা গ্রহণ করবে।