মৌসুম শেষ চেলসির জেমস ও মাউন্টের

হাঁটুর চোটে বাইরে থাকা কাই হাভার্টজকে পাওয়া যেতে পারে সপ্তাহের শেষ দিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2023, 02:44 PM
Updated : 25 April 2023, 02:44 PM

মাঠের ফুটবলে ছন্নছাড়া চেলসি শিবিরে জোড়া ধাক্কা। চোটে পড়া ডিফেন্ডার রিস জেমস ও মিডফিল্ডার ম্যাসন মাউন্টকে মৌসুমের বাকি অংশে আর পাওয়া যাবে না বলে জানিয়েছেন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে বাইরে আছেন জেমস। আর পেটের অসুস্থতায় ভুগছেন মাউন্ট। ক্রীড়া ওয়েবসাইট দা আথলেতিক-এর খবর, মঙ্গলবার তার অস্ত্রোপচার হয়েছে। তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

প্রিমিয়ার লিগে বুধবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সাংবাদিকদের ল্যাম্পার্ড বললেন, মৌসুমের শেষ ম্যাচে পাওয়া যেতেও পারে মাউন্টকে।

“জেমসকে বাকি মৌসুমে আর পাওয়া যাবে না। মাউন্টের ক্ষেত্রেও তাই, সে মৌসুমের শেষ ম্যাচটি খেলতে পারে, তবে সম্ভাবনা কম। আমাদের জন্য এটি অবশ্যই হতাশার।”

হাঁটুর চোটে বাইরে থাকা মিডফিল্ডার কাই হাভার্টজকে সপ্তাহের শেষ দিকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন চেলসি কোচ।

লিগে ১১তম স্থানে আছে চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচে জয়হীন আছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।