‘শুরুর ১০ মিনিটে ম্যাচ শেষ করে দেওয়া উচিত ছিল’, হেরে বললেন নাগেলসমান

তুরস্কের বিপক্ষে শুরুতে এগিয়ে গেলেও পরে আর দল নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারেনি বলে মনে করেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 09:42 AM
Updated : 19 Nov 2023, 09:42 AM

পঞ্চম মিনিটেই মিলল গোলের দেখা। কিন্তু তুরস্ককে চেপে ধরতে পারল না জার্মানি। নিজেদের মাঠে শেষ পর্যন্ত হেরেও গেল তারা! হতাশ জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমানের মনে হচ্ছে, শুরুর ১০ মিনিটেই ম্যাচ শেষ করে দেওয়া উচিত ছিল তাদের, কিন্তু পারেনি তার দল।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতের প্রীতি ম্যাচে তুরস্কের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে জার্মানি। এর আগের প্রীতি ম্যাচেও ভালো অভিজ্ঞতা হয়নি জার্মানদের; গত মাসে মেক্সিকোর বিপক্ষে ২-২ ড্র করেছিল তারা।

আগামী বছর ইউরো আয়োজন করবে জার্মানি। স্বাগতিক হওয়ায় বাছাই খেলতে হচ্ছে না তাদের, তাই নিয়মিত প্রীতি ম্যাচ খেলে নিজেরে প্রস্তুত করছে তারা।

গত সেপ্টেম্বরে ডাগআউটে দায়িত্ব নেওয়া নাগেলসমানের কোচিংয়ে এই প্রথম ঘরের মাঠে খেলতে নামে জার্মানি। কিন্তু দেশের জাতীয় দলের হয়ে নিজেদের আঙিনায় প্রথম ম্যাচটা একেবারেই সুখকর হলো না এই জার্মানের। তার আনন্দ মাটি করে দিয়েছে এরই মধ্যে ইউরোর বাছাই উৎরে যাওয়া তুরস্ক।

হান্স ফ্লিকের বিদায়ের পর দলের হাল ধরেই নাগেলমাস জিতেছিলেন অক্টোবরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, অ্যাওয়ে ম্যাচে। এরপর মেক্সিকোর বিপক্ষে ড্রয়ের ধাক্কার পর এবার আশা জাগিয়েও তার সঙ্গী হারের বিষাদ। দলের ঘাটতিটুকু বুঝতে পারছেন ৩৬ বছর বয়সী এই কোচ।

“শুরুর ১০ মিনিটেই আমাদের উচিত ছিল ম্যাচটি শেষ করে দেওয়া। কিন্তু ২৫ মিনিট থেকে বিরতির পর্যন্ত আমরা খুব বেশি কিছু করতে পারিনি।”

“আমাদের একই পর্যায়ে খেলা চালিয়ে যেতে হবে, সব খেলোয়াড়কেই এটা করতে হবে। ম্যাচ খেলার মধ্যে দিয়েই মান বাড়বে আমাদের।”