ক্রোয়েশিয়া ম্যাচের আগে লুকাকুকে পাচ্ছে না বেলজিয়াম

মরক্কোর বিপক্ষেও খেলা হচ্ছে না বেলজিয়ামের রেকর্ড গোলদাতার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2022, 12:51 PM
Updated : 26 Nov 2022, 12:51 PM

চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা রোমেলু লুকাকুকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষেও এই স্ট্রাইকারকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি।

চলতি মৌসুমের শুরু থেকে হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে ছিলেন লুকাকু। গত মাসে মাঠে ফেরেন তিনি। ক্লাব ইন্টার মিলানের হয়ে দুটি ম্যাচে খেলেন বদলি হিসেবে। এরপর আবার হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যান ২৯ বছর বয়সী ফুটবলার।

কানাডাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা বেলজিয়াম ‘এফ’ গ্রুপে রোববার মরক্কোর মুখোমুখি হবে। আগের দিন সংবাদ সম্মেলনে কোচ মার্তিনেস বলেন, তৃতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে লুকাকুকে পাওয়ার আশা করছেন তারা।

“রোমেলুকে তৃতীয় ম্যাচের (ক্রোয়েশিয়ার বিপক্ষে) জন্য পাওয়া যাবে...সে দলের সঙ্গে দুবার অনুশীলন করেছে এবং লক্ষণ খুব ভালো। দেখতে হবে, আজ সে অনুশীলনে কেমন করে। (মরক্কোর বিপক্ষে) তাকে পাওয়ার আশা নেই। এখনও সে শতভাগ ফিট নয়।”