বিশ্বকাপের আগে পাওয়া চোটের কারণে বিশ্ব সেরার মঞ্চে আলফুঁস ডেভিসের খেলা নিয়েই জেগেছিল আশঙ্কা। তা নিয়েই তাকে রাখা হয় কানাডার চূড়ান্ত স্কোয়াডে। ফিট হয়ে যাওয়ায় বেলজিয়ামের বিপক্ষে দলটির প্রথম ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড।
বুন্ডেসলিগায় গত ৫ নভেম্বর হের্টা বার্লিনের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ডেভিস। এতে অনিশ্চয়তায় পড়ে যায় কাতার বিশ্বকাপে তার অংশগ্রহণ।
বিশ্বকাপ বিরতির আগে ক্লাবের সবশেষ দুই ম্যাচে খেলেননি ডেভিস। গত সপ্তাহে কানাডার কোচ জন হার্ডম্যান বলেছিলেন যে, ২২ বছর বয়সী এই ফুটবলার কবে মাঠে ফিরবেন তা তিনি জানেন না।
‘এফ’ গ্রুপে থাকা কানডা বুধবার বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হার্ডম্যান নিশ্চিত করেন ডেভিসের খেলার বিষয়টি। তিনি বলেন, মাঠে নামার জন্য শতভাগ প্রস্তুত তরুণ ফরোয়ার্ড।
কানাডার হয়ে এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ১২ গোল করেছেন ডেভিস।
৩৬ বছর পর এবার বিশ্বকাপে খেলছে কানাডা। এবারের আসর দিয়ে দীর্ঘ বিরতির পর বৈশ্বিক আসরে ফেরার দিক থেকে তাদের চেয়ে এগিয়ে আছে কেবল ওয়েলস (৬৪ বছর)।