ক্রোয়েশিয়ার বিপক্ষেও সান্দ্রোকে না পাওয়ার শঙ্কায় ব্রাজিল

নিতম্বের চোটে ব্রাজিলের সবশেষ দুই ম্যাচে খেলতে পারেননি এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2022, 05:21 PM
Updated : 8 Dec 2022, 05:21 PM

চোটের কারণে মাঠের বাইরে থাকা আলেক্স সান্দ্রো এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে তাই এই ডিফেন্ডারের খেলার সম্ভাবনা কমই দেখছেন ব্রাজিল কোচ তিতে। 

গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে নিতম্বে চোট পান সান্দ্রো। এরপর খেলতে পারেননি গ্রুপে ক্যামেরুন ও শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়া ম্যাচ। 

ওই চোট কাটিয়ে ফিটনেস ফিরে পাওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন সান্দ্রো। তিতে মনে করেন, বৃহস্পতিবার ভালোভাবে অনুশীলন করলেও ইউভেন্তুসের এই ফুটবলারের ম্যাচ খেলার জন্য তা যথেষ্ট নাও হতে পারে। 

সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে শুক্রবার ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। 

এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তিতে বলেন, অনুশীলনে সান্দ্রোকে পরখ করে দেখবেন তারা। 

“সব কিছু (ক্রোয়েশিয়ার বিপক্ষে আলেক্স সান্দ্রোর) না খেলারই ইঙ্গিত দিচ্ছে।” 

“তার চোটটা (নেইমার ও দানিলোর গোড়ালির গাঁটের চোটের চেয়ে) ভিন্ন। সেরে উঠতে তাকে আরও চেষ্টা করতে হবে, আমাকে মেডিকেল ও ফিজিক্যাল বিভাগের সঙ্গে আলাপ করতে হবে। এটি আজ বিকেলের ওপর নির্ভর করবে।”