মেসির বিপক্ষে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত লেভানদোভস্কি

পোল্যান্ডের তারকা স্ট্রাইকারের মতে, ফুটবলকে বদলে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2022, 04:02 AM
Updated : 20 Nov 2022, 04:02 AM

ক্লাব পর্যায়ে লিওনেল মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতা আগেই হয়েছে রবের্ত লেভানদোভস্কির। তবে আন্তর্জাতিক ফুটবলে হয়নি কখনও। কাতার বিশ্বকাপে জাতীয় দলের হয়ে এবারই প্রথম দেখা হচ্ছে তাদের। ম্যাচটি নিয়ে দারুণ রোমাঞ্চিত পোল্যান্ড অধিনায়ক। 

কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। আগামী ৩০ নভেম্বর দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবে পোল্যান্ড। 

এই লড়াইয়ে নিশ্চিতভাবে সবার চোখ থাকবে সময়ের সেরা দুই খেলোয়াড় মেসি ও লেভানদোভস্কির দিকে। সাম্প্রতিক সময়ে দুজনই আছেন দারুণ ফর্মে। 

বিভিন্ন সময়ে একে অন্যের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেছে তাদের। বিবিসি রেডিও ৫ লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভানদোভস্কি আবারও মেসিকে প্রশংসায় ভাসালেন। 

“আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলার সুযোগ পেলে আমি খুশি হবো - সে ফুটবলকে সারাজীবনের জন্য বদলে দিয়েছে। আমি যা কিছু অর্জন করেছি এবং বিশ্বকাপের এই মুহূর্তগুলোর জন্য আমি আনন্দিত। তাই সময়টা এখন উপভোগের।”