বিশ্বকাপ ইতিহাসে যেখানে ষষ্ঠ আর স্পেনের প্রথম মোরাতা

টানা দুই ম্যাচে বদলি নেমে গোল করলেন এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2022, 10:37 PM
Updated : 27 Nov 2022, 10:37 PM

আলভারো মোরাতা বদলি নামবেন আর গোল করবেন না, তা কি হয়! কাতার বিশ্বকাপে স্পেনের প্রথম দুই ম্যাচেই কাজটি করে দেখালেন তিনি। এতে তার নামে উঠে গেল ইতিহাসের পাতায়।

আল বাইত স্টেডিয়ামে রোববার জার্মানির বিপক্ষে ম্যাচের ৫৪তম মিনিটে মাঠে নামার আট মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন মোরাতা। বাঁ দিক থেকে জর্দি আলবার পাস বক্সে পেয়ে দুর্দান্ত এক ফ্লিকে গোলটি করেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।

আসরে প্রথম ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে ৭-০ ব্যবধানে জয়ের দিনে বদলি নেমে দলের শেষ গোলটি করেছিলেন তিনি।

প্রায় একশ বছরের বিশ্বকাপ ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা দুই ম্যাচে বদলি নেমে গোল করলেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। স্পেনের হয়ে প্রথম কেউ এই কীর্তি গড়লেন।

ম্যাচটি অবশ্য জিততে পারেনি স্পেন। বদলি নেমেই জার্মানদের শেষ দিকে সমতায় ফেরান নিকলাস ফুয়েলখুগ। ম্যাচ ড্র হয় ১-১ গোলে। তবে ম্যাচ সেরা হন মোরাতা।