বল জালে জড়ানোর পরই গোলের দাবি তুলেছিলেন মার্কাস র্যাশফোর্ড। কিন্তু গোলের ধরনের কারণে তখন বলা হয়েছিল, আত্মঘাতী হয়েছেন সভেন বোটমান। তবে এবার ইএফএল কর্তৃপক্ষ জানাল, গোলটি আসলে র্যাশফোর্ডেরই।
ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার লিগ কাপের ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার ছয় মিনিট পর দ্বিগুণ হয় ব্যবধান।
ম্যাচের দ্বিতীয় গোলটি নিয়েই এই বিতর্ক। ডাচ ফরোয়ার্ড ভাউট বেহর্স্টের ছোট করে দেওয়া থ্রু বল ডি-বক্সে ধরে বাঁ পায়ের কোনাকুনি শট নেন র্যাশফোর্ড, বল ডাচ ডিফেন্ডার বোটমানের পায়ে লেগে জালে জড়ায়। তখন বিবেচনা করা হয়েছিল এটি বোটমানের আত্মঘাতী গোল।
ইএফএলের ওয়েবসাইটে ম্যাচটির রিপোর্টে গোলদাতা হিসেবে র্যাশফোর্ডের নাম উল্লেখ করা হয়েছে। কাতার বিশ্বকাপের পর খেলা ১৯ ম্যাচে ১৭ বার জালের দেখা পেলেন তিনি।
ইউনাইটেডের এই ফরোয়ার্ডের চলতি মৌসুমের গোলসংখ্যা বেড়ে হলো ২৫টি। ২০১২-১৩ মৌসুমে রবিন ফন পার্সির পর দলটির হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৩০ গোল করার পথে ভালোভাবেই এগিয়ে চলেছেন র্যাশফোর্ড।