কাতালান ক্লাবটিকে কোনো ছাড় দেওয়ার ভাবনা নেই বুন্ডেসলিগার ক্লাবটির প্রধান নির্বাহী অলিভার কানের।
Published : 26 Oct 2022, 12:28 AM
শেষ ষোলো এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে নিজেদের। তবে হাইভোল্টেজ ম্যাচে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ বার্সেলোনার জন্য লড়াইটি বাঁচা-মরার। আসরে টিকে থাকার নুন্যতম সম্ভাবনা জিইয়ে রাখতে কাতালান দলটির এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। গ্রুপে নিজেদের কাজ সেরে ফেললেও বার্সেলোনাকে কোনো ছাড় দেওয়ার ভাবনা নেই জার্মান ক্লাবটির।
বুন্ডেসলিগার দলটির প্রধান নির্বাহী ও সাবেক জার্মানি গোলরক্ষক অলিভার কান হুঙ্কার দিয়ে বললেন, বার্সেলোনার বিপক্ষে তারা মাঠে নামবেন স্রেফ গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়েই।
চ্যাম্পিয়ন্স লিগে কাম্প নউয়ে আগামী বুধবার ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ম্যাচটির আগে দুই দলের চিত্র একেবারেই বিপরীত। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শেষ ষোলো আগেই নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন। আর চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা বার্সেলোনার ভাগ্য নেই নিজেদের হাতে। গ্রুপে ইন্টার মিলান তাদের পরবর্তী দুই ম্যাচের একটি জিতলেও বিদায়ঘন্টা বেজে যাবে শাভি এরনান্দেসের দলের।
সেক্ষেত্রে নিজেদের পরের দুই ম্যাচে জয় পেলেও টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে বার্সেলোনা। এর আগে টানা দুইবার এই প্রতিযোগিতায় গ্রুপ পর্ব থেকে তারা বিদায় নিয়েছিল একবারই (১৯৯৭-৯৮ ও ১৯৯৮-৯৯)।
তবে বায়ার্নের বিপক্ষে জিতলে এবারের আসরে টিকে থাকার অন্তত ক্ষীণ একটা আশা বাঁচিয়ে রাখতে পারে লা লিগার ক্লাবটি। তাদের কাজটা যে ভীষণ কঠিন হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ গত মৌসুমে এই বায়ার্নের কাছে ৩-০ গোলে হেরেই ইউরোপা লিগে নেমে গিয়েছিল বার্সেলোনা।
জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের রেকর্ড মোটেও সুখকর নয়। দুই দলের সবশেষ ১২ সাক্ষাতে বার্সেলোনার হার ৯ ম্যাচে, এর মধ্যে টানা শেষের পাঁচটি। বার্সেলোনার বিপক্ষে এই জয়ের ধারা অব্যাহত রাখতে চান কান।
“বার্সেলোনায় (কাম্প নউয়ে) আমাদের ছাড় দেওয়ার কিছুই নেই। আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে চাই এবং শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করতে চাই। এটাই সবচেয়ে শক্তিশালী গ্রুপ, কাউকে না কাউকে মূল্য দিতেই হত; বায়ার্ন, ইন্টার বা বার্সেলোনাকে। লড়াইটা এখনও শেষ হয়নি। বার্সেলোনার প্রতি আমাদের ভীষণ শ্রদ্ধা রয়েছে।”
“লিগে (লা লিগায়) তাদের পারফরম্যান্স বলে দেয় তারা শক্তিশালী, তারা অসাধারণ। ইউরোপের দুটি দুর্দান্ত দলের মধ্যে এটি সবসময়ই একটি গুরুত্বপূর্ণ ম্যাচ।”
গ্রীষ্মের দলবদলে বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া রবের্ত লেভানদোভস্কিকে খোঁচা দিয়ে সম্প্রতি একটি মন্তব্য করেছেন লেয়ন গোরেটস্কা। তিনি বলেন, পোলিশ এই স্ট্রাইকার বায়ার্নে থাকার সময় নিয়মিতভাবে শেষ ষোলোয় খেলে ‘নষ্ট’ হয়ে গিয়েছিলেন। কান অবশ্য জার্মান মিডফিল্ডারের এই মন্তব্যের পুনরাবৃত্তি করা থেকে বিরতই থেকেছেন।