ঘরের মাঠে ভালো শুরু পেয়েও জিততে না পারার অসন্তোষ যাচ্ছে না আর্সেনালের খেলোয়াড়দের মন থেকে।
Published : 10 Apr 2024, 04:01 PM
বড় মঞ্চে ঘরের মাঠে দারুণ শুরু করেও পথ হারিয়ে হারের শঙ্কায় পড়েছিল আর্সেনাল। ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়ে সমতার স্বস্তিতে মাঠ ছাড়লেও, শক্তিশালী বায়ার্ন নিউনিখের বিপক্ষে ভালো শুরুর ভিত কাজে লাগাতে না পারার কষ্টও দলের সবার মনে ঘুরে-ফিরে আসছে বলে জানালেন আর্সেনাল ফরোয়ার্ড লেয়ান্দ্রা ত্রোসার।
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুকায়ো সাকার গোলে দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। ছয় মিনিট পরই গোলটি শোধ করে দেন স্যাশ গ্যানাব্রি। খানিক বাদে হ্যারি কেইনের সফল স্পট কিকে এগিয়েও যায় বায়ার্ন। অনেক প্রচেষ্টার পর, নির্ধারিত সময়ের ১৪ মিনিট বাকি থাকতে ত্রোসারের গোলে ২-২ সমতায় মাঠ ছাড়ে স্বাগতিকরা।
পুরো ম্যাচে বল দখলে অনেক এগিয়ে থাকার পাশাপাশি গোলের উদ্দেশেও শট বেশি নেয় আর্সেনাল। ওই গোল দুটি বাদে বায়ার্ন একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি।
দারুণ ছন্দে থেকে মাঠে নামার আত্মবিশ্বাস, চেনা আঙিনায় খেলার বাড়তি প্রেরণা এবং দারুণ শুরু পাওয়ার পরও সেটা ধরতে রাখতে না পারার হতাশা যেন মুছতে পারছে না আর্সেনালের কেউ। ম্যাচের পর ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বেলজিয়ান ফরোয়ার্ড ত্রোসার সেই কথাই বললেন।
“আমি বলব, (ড্রেসিং রুমে) মিশ্র একটা অনুভূতি কাজ করছে। আমার মতে, প্রথম ১৫ মিনিটে আমরা দারুণ শুরু করেছিলাম, দুই-তিন গোলে এগিয়ে যেতে পারতাম।”
“আর তারপর, তাদের মানেরও দেখা মেলে। বিশেষ করে দলটির আক্রমণভাগে দারুণ সব খেলোয়াড় আছে। তারা খুব শক্তিশালী, বিশেষ করে প্রতি-আক্রমণে এবং এই জায়গাতেই আজ তারা আমাদের আঘাত করেছে।”
তবে, প্রথমার্ধেই পিছিয়ে পড়ার পর হারতেও পারতো আর্সেনাল। শেষ পর্যন্ত ড্র করতে পারায় স্বস্তিও বোধ করছেন ত্রোসার।
“আমার মনে হয়, শেষ পর্যন্ত সমতাসূচক গোল পাওয়ায় আমরা বেশ খুশিও। এটা আমাদেরকে সমতায় ফিরিয়েছে এবং এখন বাকি কাজ আমাদের সেখানে (বায়ার্নের মাঠে) করতে হবে।”
আগামী বুধবার বায়ার্নের আঙিনা আলিয়াঞ্জ অ্যারেনায় হবে ফিরতি লেগ। সেই ম্যাচের জয়ী দল যাবে সেমি-ফাইনালে।