হাঙ্গেরির স্বপ্ন ভেঙে ফাইনালসে ইতালি

জিয়াকোমো রাসপাদোরি ও ফেদেরিকো দিমারকোর গোলে জিতল রবের্তো মানচিনির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2022, 08:41 PM
Updated : 26 Sept 2022, 08:41 PM

আসর জুড়ে চমক জাগানিয়া পারফরম্যান্স দেখানো হাঙ্গেরি ‘আসল’ লড়াইয়ে নিজেদের হারিয়ে খুঁজল। প্রতিপক্ষকে তারা উপহার দিল গোল। ফরোয়ার্ডরা কাজে লাগাতে পারলেন না সুযোগ। দারুণ জয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালসে উঠে গেল ইতালি।

চার দলের ফাইনালসে যেতে এই ম্যাচে ড্র করলেই চলত হাঙ্গেরির। ইতালির সামনে জয়ের বিকল্প ছিল না। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় সোমবার রাতে ২-০ গোলে জিতে লক্ষ্য পূরণ করল রবের্তো মানচিনির দল।

৬ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের সেরা হলো ইতালি। সমান ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি।

গ্রুপের আরেক ম্যাচে ইংল্যান্ড ও জার্মানির লড়াই ৩-৩ গোলে ড্র হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে জার্মানরা। আগেই দ্বিতীয় স্তরে নেমে যাওয়া ইংলিশদের পয়েন্ট স্রেফ ৩।

গ্রুপের শীর্ষে থেকে শেষ রাউন্ডে খেলতে নামা হাঙ্গেরি পঞ্চম মিনিটেই গোল খেতে বসেছিল। ডান দিক থেকে ইতালির ব্রায়ান ক্রিস্তানতের শটে জোর ছিল না তেমন। বল স্বাগতিক গোলরক্ষক পেতার গুলাসির হাত ফসকে জালে জড়াতে যাচ্ছিল। তবে গোললাইন থেকে ক্লিয়ার করেন ডিফেন্ডার আতিলা সালাই।

২৭তম মিনিটে আর রক্ষা হয়নি তাদের। ইতালিকে একরকম গোল উপহার দেয় তারা। এক ডিফেন্ডার ব্যাকপাস দেন গোলরক্ষকের উদ্দেশ্যে। এগিয়ে এসে গুলাসি বল ক্লিয়ার করতে পারেননি ইতালির উইলফ্রেদের চাপে পড়ে। কাছেই বল পেয়ে ফাঁকা জালে পাঠান জিয়াকোমো রাসপাদোরি।

গত শুক্রবার ইংল্যান্ডের ১-০ ব্যবধানের জয়েও দলের একমাত্র গোলটি করেছিলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

পাঁচ মিনিট পর প্রায় দ্বিগুণ হতে যাচ্ছিল ইতালির ব্যবধান। রাসপাদোরির পাসে ডি-বক্সের বাইরে থেকে জিওভান্নি দি লরেন্সোর নিচু শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

Also Read: সমতায় শেষ ইংল্যান্ড-জার্মানির রোমাঞ্চকর লড়াই

বিরতির আগে ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি হাঙ্গেরির উইলি ওরবান। দমিনিক সোবোসলাইয়ের ফ্রি-কিক ডি-বক্সে পেয়ে আদাম সালাই পাস দেন দূরের পোস্টে, কিন্তু কাছ থেকে ফাঁকা জালে শট নিতে পারেননি ওরবান।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আবার সুযোগ হারায় তারা। ডাবল সেভ করে জাল অক্ষত রাখেন ইতালির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।

পরক্ষণেই উল্টো ব্যবধান বাড়ায় ইতালি। নিকোলো বারেল্লা ডি-বক্সে খুঁজে নেন ক্রিস্তানতেকে। ডান দিকের বাইলাইনের কাছ থেকে এই মিডফিল্ডারের পাস দূরের পোস্টে পেয়ে ফাঁকা জালে বল পাঠান ফেদেরিকো দিমারকো।

৫৫তম মিনিটে আরেকটি দারুণ সেভ করেন দোন্নারুম্মা। কাছ থেকে কালাম স্তাইলিসের হেড পা দিয়ে ফেরান পিএসজির গোলরক্ষক।

শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি সফরকারীরা। তবে লক্ষ্য পূরণের জন্য যথেষ্ট হয় ওই দুই গোলই।

পূর্ণ ঘোষণা অনুযায়ী এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন হাঙ্গেরির অধিনায়ক ও ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড আদাম সালাই। শেষটা তার জন্য সুখকর হলো না।

এই টুর্নামেন্ট থেকে হাঙ্গেরির অর্জন অবশ্য কম নয়। গত জুনে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে আসর শুরুর পর তারা হেরে যায় ইতালির মাঠে গিয়ে। পরের ম্যাচেই ১-১ গোলে রুখে দেয় জার্মানদের। এরপর ইংল্যান্ডের মাঠে তারা তুলে নেয় ৪-০ গোলের বিস্ময়কর এক জয়।

পরের ম্যাচে গত শুক্রবার জার্মানিকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়ে তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নে গড়া ‘গ্রুপ অব ডেথ’ থেকে শিরোপা লড়াইয়ের মঞ্চে যাওয়ার সম্ভাবনা জাগায় হাঙ্গেরি। কিন্তু ইতালির বিপক্ষে পেরে উঠল না তারা।