ইংলিশ ফুটবল
মোহামেদ সালাহর মতোই একই মেয়াদে নতুন চুক্তি করলেন এই ডাচ ডিফেন্ডার।
Published : 17 Apr 2025, 05:12 PM
অ্যানফিল্ডে মোহামেদ সালাহর অনিশ্চয়তা কাটার দিনেই পরিষ্কার একটা ধারণা পাওয়া যায়, ভার্জিল ফন ডাইককে ধরে রাখতেও কাজ করছে ক্লাব কর্তৃপক্ষ। সেটাই এবার আনুষ্ঠানিক রূপ পেয়েছে। এই ডাচ ডিফেন্ডারের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছে লিভারপুল।
দলটির সঙ্গে অভিজ্ঞ এই সেন্টার-ব্যাকের আগের চুক্তির মেয়াদ ছিল চলতি মৌসুমের শেষ পর্যন্ত। সেটাই এখন বেড়ে ২০২৬-২৭ পর্যন্ত হওয়ার খবরটি বৃহস্পতিবার নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
পূর্বের চুক্তির শেষ মৌসুমের অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও ক্লাবের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব না পাওয়ায় সালাহর মতো হতাশ ছিলেন অধিনায়ক ফন ডাইকও। তবে গত সপ্তাহে দলের প্রস্তাবে সাড়া দিয়ে মিশরের তারকা স্ট্রাইকার দুই বছরের নতুন চুক্তি করেন। এবার একই রকম মেয়াদ বাড়িয়ে খুব খুশি ৩৩ বছর বয়সী ফন ডাইক।
“গর্বিত বোধ করছি, খুব ভালো লাগছে। অনুভূতিটা অবিশ্বাস্য।”
“ক্যারিয়ারে যতটা পথ পাড়ি দিয়েছি, এই পর্যায়ে এসে এই ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি বাড়ানোটা চমৎকার ব্যাপার। আমি খুব খুশি।”
সাবেক সেল্টিক ও সাউথ্যাম্পটন ফুটবলারের পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল। তবে তার হৃদয়ে সবসময় লিভারপুলই ছিল, বললেন ফন ডাইক।
“(আমার ভাবনায়) সবসময় ছিল লিভারপুল। এটাই মূল কথা। আমার মাথায় সবসময় এটাই ছিল। এটাই পরিকল্পনা ছিল এবং দলটা ছিল লিভারপুল।”
“আমার ও আমার পরিবারের জন্য এটাই যে সঠিক জায়গা, এ ব্যাপারে আমার মনে কোনো দ্বিধা ছিল না। আমি লিভারপুলেরই একজন। সেদিন একজন আমাকে লিভারপুলের বাসিন্দা বলছিল- কথাটা শুনে আমি সত্যিই গর্বিত বোধ করি। আমাকে যা দারুণ আনন্দ দেয়।”
২০১৮ সালের জানুয়ারিতে সাউথ্যাম্পটন থেকে সাড়ে সাত কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে অ্যানফিল্ডে আসার পর থেকে, দলটির খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ফন ডাইক। সেই থেকে তিনি লিভারপুলের প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপ ও দুবার লিগ কাপ জয়ে জোরাল ভূমিকা রেখেছেন।
চলতি মৌসুমের শুরু থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে ঘিরেও নতুন নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। আগামী জুনে শেষ হবে তার চুক্তির মেয়াদ। এই ইংলিশ ফুটবলারের চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে অবশ্য এখনও জোরাল কিছু শোনা যায়নি।
বরং গণমাধ্যমে মাঝেমধ্যে খবর আসছে, ২৬ বছর বয়সী এই ডিফেন্ডারকে ফ্রি ট্রান্সফারে পাওয়ার চেষ্টা করছে রেয়াল মাদ্রিদ।
চলতি মৌসুমের প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ছন্দে ছুটছে লিভারপুল। ইংল্যান্ডের শীর্ষ লিগে ২০তম শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে তারা।