ব্রাজিলের জাতীয় সঙ্গীত চলার সময় সংঘাতের শুরু।
Published : 22 Nov 2023, 06:34 AM
ব্রাজিল ও আর্জেন্টিনার দ্বৈরথের উত্তাপ মাঠের লড়াই শুরুর আগেই ছড়িয়ে পড়ল গ্যালারিতে। সংঘাতে জড়িয়ে পড়লেন সমর্থকরা। তাতে ম্যাচ শুরু হলো ত্রিশ মিনিটে দেরিতে।
রিও দে জেনেইরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ছয়টায় শুরু হওয়ার কথা ছিল সুপার ক্লাসিকোর। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনায় নির্ধারিত সময়ে তা হয়নি।
ম্যাচ শুরু হতে তখন কিছুক্ষণ বাকি ছিল, চলছিল ব্রাজিলের জাতীয় সঙ্গীত। ঠিক ওই সময় স্ট্যান্ডে দুই দলের সমর্থকরা সংঘাতে জড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ছুটে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিল না। পুলিশের সঙ্গেও লেগে যায় দর্শকদের।
অনাকাঙ্ক্ষিত ঘটনাটির সূত্রপাত কী থেকে, তা অবশ্য পরিষ্কার নয়। তবে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।
উত্তপ্ত পরিস্থিতিতে বেশ খানিকটা সময় অপেক্ষা করে সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। সেসময় ব্রাজিলের খেলোয়াড়রা অবশ্য ছিলেন মাঠেই। রেফারিদেরও অপেক্ষা করতে দেখা যায়। গ্যালারি ঠাণ্ডা হলে প্রায় আধ ঘণ্টা পর দল নিয়ে মাঠে ফিরেন আর্জেন্টিনা অধিনায়ক। শুরু হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের হাইভোল্টেজ ম্যাচটি।