নিষেধাজ্ঞা বাড়ল টটেনহ্যামের পরিচালক পারাতিসির

ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব ছেড়ে দিতে হতে পারে ফাবিও পারাতিসিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2023, 03:20 PM
Updated : 29 March 2023, 03:20 PM

ইউভেন্তুসের সাবেক ও বর্তমান ১১ পরিচালকের নিষেধাজ্ঞা ইতালিয়ান ফুটবল থেকে বাড়িয়ে বিশ্বব্যাপী করেছে ফিফা। যাদের মধ্যে আছেন টটেনহ্যাম হটস্পারের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ফাবিও পারাতিসিও। ফলে ইংলিশ ক্লাবটির দায়িত্ব এখন ছেড়ে দিতে হতে পারে তার। 

দলবদলের চুক্তি সম্পর্কিত অনিয়মের দায়ে গত জানুয়ারিতে সেরি আয় চলতি মৌসুমে ইউভেন্তুসকে ১৫ পয়েন্ট জরিমানা করে ইতালির একটি আদালত। পাশাপাশি ক্লাবের ওই পরিচালকদের বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়। 

২০২১ সালের জুনে টটেনহ্যামে যোগ দেওয়ার আগে ১১ বছর ইউভেন্তুসের ক্রীড়া পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা পারাতিসির নিষেধাজ্ঞা ৩০ মাসের। ৫০ বছর বয়সী এই ফুটবল কর্মকর্তার নিষেধাজ্ঞা প্রাথমিকভাবে শুধু ইতালিয়ান ফুটবলে ছিল। ফলে এতদিন টটেনহ্যামের দায়িত্ব চালিয়ে যেতে কোনো সমস্যা হয়নি তার। 

ইউভেন্তুস শুরু থেকে অন্যায় কিছু করার কথা অস্বীকার করে আসছে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিলও করেছে তারা। 

এর মঝেই ফিফা বুধবার বিবৃতি দিয়ে ওই পরিচালকদের নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী বাড়ানোর কথা জানায়। 

টটেনহ্যামে পারাতিসির ভবিষ্যৎ এখন তাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। লন্ডনের ক্লাবটির সময়টা এমনিতেই ভালো কাটছে না। গত রোববার ‘পারস্পরিক সমঝোতায়’ কোচ আন্তোনিও কন্তের চুক্তি বাতিলের পর নতুন কোচের সন্ধানে আছে প্রিমিয়ার লিগের দলটি।