অস্ট্রেলিয়ার বিপক্ষে চূড়ান্ত দলে মোরসালিন

অনূর্ধ্ব-১৯ দলের মিডফিল্ডার চন্দন রায়কে প্রাথমিক দলে নিলেও চূড়ান্ত দলে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 03:38 PM
Updated : 10 Nov 2023, 03:38 PM

বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য চূড়ান্ত দল দিয়েছেন বাংলাদেশে কোচ হাভিয়ের কাবরেরা। ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন ফরোয়ার্ড শেখ মোরসালিন; প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি তরুণ মিডফিল্ডার চন্দন রায়। 

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম লেগের ম্যাচ খেলার উদ্দেশে শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার পথে রওনা দেবে দল। 

গত সেপ্টেম্বরে ক্লাবের হয়ে এএফসি কাপের ম্যাচ শেষ করে দেশে ফেরার পথে বিমানবন্দরে মদ নিয়ে ধরা পড়া পাঁচ ফুটবলারের মধ্যে ছিলেন মোরসালিনও। তাদের ক্লাব বসুন্ধরা কিংস শুরুতে অভিযুক্ত সবাইকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করায় মালদ্বীপের বিপক্ষে বাছাইয়ে প্রথম ধাপে তরুণ এই ফরোয়ার্ডকে বাইরে রেখেছিলেন কাবরেরা।

পরে কিংস মোরসালিনকে কেবল আর্থিক জরিমানা করলে তার ফেরার পথ খোলে। গত সাফ চ্যাম্পিয়নশিপে দুই গোল করা এই ফরোয়ার্ডকে ক্যাম্পে ডাকেন কোচ। এবার জায়গা দিলেন চূড়ান্ত দলেও।

বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে কোচের নজরে পড়েছিলেন চন্দন। অনেকের চোখ এই তরুণ জামাল ভূঁইয়ার উত্তরসূরি। তবে এ যাত্রায় চূড়ান্ত দলে জায়গা পেলেন না তিনি।

৩০ জনের প্রাথমিক দল থেকে চন্দন ছাড়াও বাদ পড়েছেন গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম, ডিফেন্ডার রিয়াদুল হাসান, আলমগীর হোসেন মোল্লা, রহিম উদ্দিন, মিডফিল্ডার দীপক রায় ও আরমান ফয়সাল আকাশ। 

২০১৮ বিশ্বকাপের বাছাইয়ে প্রথম ও সবশেষ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুই লেগের অভিজ্ঞতা সুখের ছিল না মোটেও। প্রথম লেগে অস্ট্রেলিয়ার মাঠে ৫-০ গোলে হারের পর নিজেদের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দল হেরেছিল ৪-০ ব্যবধানে। 

বাংলাদেশ দল: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদউদ্দিন, সোহেল রানা, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ, রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।