ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের বাছাইয়ে ১৪ গোল করলেন রোমেলু লুকাকু, বাছাইয়ের এক আসরে যা সর্বোচ্চ।
Published : 20 Nov 2023, 03:14 AM
ইউরো বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলা আজারবাইজানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম।
ঘরের মাঠে রোববার প্রথমার্ধে একাই চার গোল করেন রোমেলু লুকাকু। শেষ দিকে পঞ্চম গোলটি করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।
বেলজিয়ামের রেকর্ড গোলস্কোরার লুকাকুর গোল হলো ১১৩ ম্যাচে ৮৩টি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এখন সপ্তম সর্বোচ্চ গোলস্কোরার তিনি।
৩০ বছর বয়সী এই স্ট্রাইকার জাতীয় দলের হয়ে এবারই প্রথম এক ম্যাচে চার গোল করলেন। এর আগে ক্লাব ক্যারিয়ারে এভারটনের হয়ে ২০১৭ সালে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে করেছিলেন ৪টি।
এবার বাছাইয়ে লুকাকুর ১৪ গোল এক আসরে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। ২০০৮ সালে ১৩ গোল করে আগের রেকর্ডটি গড়েছিলেন নর্দান আয়ারল্যান্ডের ডেভিড হিলি। ২০১৬ সালে তার পাশে বসেছিলেন পোল্যান্ডের রবের্ত লেভানদোভস্কি।
আগেই ইউরোর মূল পর্বে জায়গা নিশ্চিত করা বেলজিয়াম ৮ ম্যাচে ৬ জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে থেকে আসর শেষ করল। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রিয়া।