চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আরও কিছুদিন মাঠের বাইরেই থাকতে হতে পারে জুড বেলিংহ্যামকে। তাই রেয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আসছে ম্যাচে হয়তো পাবে না ইংল্যান্ড।
মাদ্রিদের দলটির কোচ কার্লো আনচেলত্তি অবশ্য একরকম নিশ্চিত করেই বলেছেন যে, জাতীয় দলের হয়ে এবারের আন্তর্জাতিক বিরতিতে খেলতে পারবেন না বেলিংহ্যাম।
লা লিগায় শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন বেলিংহ্যাম। কিন্তু কাঁধে ব্যথা অনুভব করায় ম্যাচের দিন তাকে বাদ দেওয়া হয়। এর আগে ৫ নভেম্বর রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পান দারুণ ছন্দে থাকা এই খেলোয়াড়। ওই চোটে মিস করেন চ্যাম্পিয়ন্স লিগে ব্রাগার বিপক্ষে ম্যাচও।
গত গ্রীস্মে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সান্তিয়াগো বের্নাবউয়ে যোগ দেওয়া বেলিংহ্যাম এখন পর্যন্ত রেয়ালের হয়ে ১৩টি গোল করেছেন। অবশ্য ভালেন্সিয়ার বিপক্ষে তিনি না খেললেও জয় পেতে কোনো সমস্যা হয়নি স্পেনের সফলতম ক্লাবটির। ম্যাজটি তারা জেতে ৫-১ গোলে।
ম্যাচের পর বেলিংহ্যামের চোট নিয়ে সবশেষ পরিস্থিতি তুলে ধরেন আনচেলত্তি।
“ইংল্যান্ডে তাকে পর্যবেক্ষণ করবে। যেহেতু সে আজকে খেলেনি, তাই সে হয়তো জাতীয় দলের হয়েও খেলতে পারবে না। সে তার কাঁধের নির্দিষ্ট কাজ করবে। (আন্তর্জাতিক) বিরতির পর সে আবার খেলতে পারবে।”
ইউরো ২০২৪ এর বাছাইয়ে আগামী শুক্রবার মাল্টা এবং তার তিন দিন পর নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
ইংল্যান্ড অবশ্য আগেই মূল পর্ব নিশ্চিত করে ফেলেছে। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে তারা।
এক ম্যাচ বেশি খেলা ইউক্রেইন ১৩ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তৃতীয় স্থানে ইতালির পয়েন্ট ১০, ছয় ম্যাচে।