এক মিনিটের ব্যবধানে দুই গোল করা বেলজিয়াম শেষ পর্যন্ত আশা ভঙ্গের বেদনায় হয়েছে নীল।
ক্লাবের প্রাক-মৌসুমের প্রস্তুতির জন্য ফ্লোরিডায় গিয়ে সেখানে বোটিং দুর্ঘটনায় প্রাণ হারালেন অ্যান্টন ওয়াক্স। ইংল্যান্ডের এই ডিফেন্ডারের বয়স হয়েছিল মাত্র মাত্র ২৫ বছর।
তার ক্লাব শার্লট এফসি বৃহস্পতিবার খবরটি জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর, মেজর সকার লিগের ক্লাবটি প্রাক-মৌসুমের অনুশীলন ক্যাম্প করার জন্য ফ্লোরিডায় অবস্থান করছে। মিয়ামিতে গত বুধবার দুর্ঘটনার শিকার হন ওয়াক্স।
২০১৩ সালের জুলাইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ক্লাবটির সিনিয়র দলের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন ওয়াক্স।
এরপর পোর্টসমাউথ ও আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলার পর ২০২২ সালে শার্লটে যোগ দেন তিনি।