আর্সেনালের সঙ্গে সাকার দীর্ঘমেয়াদী চুক্তি

তবে ইংলিশ ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির মেয়াদ জানায়নি ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2023, 03:01 PM
Updated : 23 May 2023, 03:01 PM

যেখানে ফুটবলে হাতেখড়ি, যে দলের হয়ে খেলেই আন্তর্জাতিক অঙ্গনে পদার্পন, সেই আর্সেনালে আরও অনেক বছর থাকার সিদ্ধান্ত নিয়েছেন বুকায়ো সাকা। লন্ডনের ক্লাবটির সঙ্গে ‘দীর্ঘমেয়াদী’ চুক্তি করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড।

ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে মঙ্গলবার ২১ বছর বয়সী সাকার চুক্তি নবায়নের বিষয়টি জানায় আর্সেনাল। তবে চুক্তির মেয়াদ উল্লেখ করেনি তারা।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত আর্সেনালে থাকবেন সাকা।

৮ বছর বয়সে আর্সেনালে যোগ দেওয়ার পর ধাপে ধাপে সিনিয়র দলে জায়গা পান এই তরুণ। এরপর অল্প সময়ে মূল দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। এখানে সাকার আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৩-২৪ মৌসুম শেষে।

চলতি মৌসুমে আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪টি গোল করেছেন সাকা। তার নামের পাশে অ্যাসিস্ট রয়েছে ১১টি।

আর্সেনালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৭৮টি ম্যাচ খেলেছেন সাকা। ক্লাবটির ২০২১-২২ ও চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সবগুলো ম্যাচ খেলেছেন তিনি।

এবারের লিগে ৩৭ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। মৌসুমে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার মাঠে নামবে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে।

এরই মধ্যে লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার সিটি।