বসুন্ধরা কিংসের দেওয়া অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে জাতীয় দলের জন্য বিবেচিত হতে পারেন জিকো-তপুরা।
Published : 05 Oct 2023, 06:58 PM
মালদ্বীপ থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে ‘মদ নিয়ে পাকড়াও’ হওয়া পাঁচ ফুটবলার এখন আলোচনার কেন্দ্রে। ক্লাব বসুন্ধরা কিংস তাদেরকে নিষিদ্ধ করেছে। জাতীয় দলের ক্যাম্পে ডাকেননি কোচ হাভিয়ের কাবরেরা। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানাল, অভিযুক্তরা নিষেধাজ্ঞামুক্ত না হলে তারা বিবেচিত হবেন না জাতীয় দলে।
বাফুফে বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ বার্তায় এই সিদ্ধান্ত জানায়। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়-
“বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে নিবন্ধিত কোনো ক্লাব/সংস্থার খেলোয়াড় শাস্তিপ্রাপ্ত, বহিঃস্কার অথবা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তাধীন থাকলে উক্ত খেলোয়াড় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বাছাইয়ের জন্য বিবেচিত হবে না। পরবর্তীতে উক্ত ক্লাব/সংস্থা কর্তৃক সংশ্লিষ্ট খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তি বা অভিযোগ প্রত্যাহার করা হলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বাছাইয়ে বিবেচিত হবে।”
গত সেপ্টেম্বরে এএফসি কাপের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে ফেরার পথে শৃঙ্খলা ভেঙেছিলেন আনিসুর রহমান জিকো, তপু বর্মন, রিমন হোসেন, শেখ মোরসালিন ও তৌহিদুল আলম সবুজ। এই পাঁচ খেলোয়াড়কে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় তাদের ক্লাব বসুন্ধরা কিংস।
সবশেষ ওড়িষা এফসির বিপক্ষে ম্যাচে তাই এই পাঁচ জন ছিলেন না কোচ অস্কার ব্রুসনের বিবেচনায়। নিয়মিত এই পাঁচ জনকে ছাড়াই কিংস ম্যাচটি জিতে নেয় ৩-২ গোলে।
মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে গত ১৯ সেপ্টেম্বর এএফসি কাপের ম্যাচ খেলেছিল কিংস। মালে থেকে ৩-১ গোলের হার নিয়ে ফেরে তারা। ওই ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে পাঁচ খেলোয়াড়ের কাছে ৬৪ বোতল মদ পাওয়ার খবর আসে বিভিন্ন গণমাধ্যমে।
কিংস অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞা দেওয়ার পর শাস্তি পাওয়া এই পাঁচ জনকে জাতীয় দলের ক্যাম্পে ডাকেননি কোচ হাভিয়ের কাবরেরাও। গত বুধবার রাতে কোচ এই পাঁচ জনকে বাদ দিয়ে ক্যাম্পের বাকি ১২ জনকে বেছে নেন।
আগামী ১২ ও ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডে খেলবে বাংলাদেশ। প্রথম লেগ মালদ্বীপে, ফিরতি লেগ ঢাকায়। বাছাইয়ের ম্যাচে জিকো-মোরসালিনদের সুযোগ পাওয়া তাই এখন নির্ভর করছে কিংসের আরোপ করা নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার ওপর।