ইরাকে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে নিহত একজন

গালফ কাপ ফাইনালের আগে এই দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2023, 04:14 PM
Updated : 19 Jan 2023, 04:14 PM

ইরাকে একটি ফুটবল স্টেডিয়ামের বাইরে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন অনেক মানুষ।  

চার দশকের মধ্যে প্রথমবার অ্যারাবিয়ান গালফ কাপ আয়োজন করছে ইরাক। বৃহস্পতিবার ওমানের বিপক্ষে স্বাগতিকদের ফাইনাল ম্যাচ হওয়ার কথা।  

ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বসরাতে এই ম্যাচ দেখতে হাজার হাজার দর্শক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিল। তখনই ঘটে দুর্ঘটনা।

বসরা জেনারেল হাসপাতালের একজন চিকিৎসকের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমের খবর, দুজন মারা গেছেন। আহত কয়েকজনের অবস্থা গুরুতর।

বসরার গভর্নর আসাদ আবদেল আমির রয়টার্সকে জানান, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে ফাইনাল ম্যাচ স্থগিত বা অন্য দেশে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে আরব গালফ কাপ ফুটবল ফেডারেশন।

নিরাপত্তা ও চিকিৎসা সূত্র জানায়, স্পোর্টস সিটির গেটের কাছে এই দুর্ঘটনায় ৮৩ জন আহত হয়েছেন।