৭ গোলের জয়ে এক লাফে তিনে পুলিশ, হার মুক্তিযোদ্ধা সংসদের

ব্যর্থতার ঘোরপাকেই আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 12:22 PM
Updated : 20 May 2023, 12:22 PM

এএফসি উত্তরার গোলমুখের আগল খুলল ১৯তম মিনিটে। এরপর একের পর এক গোল করতে থাকল পুলিশ এফসি। আগের ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দলটি তুলে নিল বড় জয়। ছুঁয়ে ফেলল চলতি লিগে আবাহনীর সবচেয়ে বড় ব্যবধানের জয়ের স্কোরলাইনও। 

ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শনিবার ৭-০ গোলে জিতেছে পুলিশ এফসি। 

অন্য ম্যাচে রাজশাহী জেলা স্টেডিয়ামে ফর্টিস একাডেমির বিপক্ষে ২-০ গোলে হেরেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দুটি গোলই তারা হজম করেছে শেষ দিকে। 

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুলিশের 

লিগ টেবিলের শীর্ষ দল কিংসকে ২-১ গোলে হারিয়ে আসা পুলিশের শুরুটা হয় দাপুটে। দশম মিনিটে আলমাজবেক মালিকভের হেড আটকান এএফসি উত্তরার গোলরক্ষক। 

১৯তম মিনিটে মালিকভের ক্রসে লেয়ান্দ্রো আরাঙ্গোর হেড আর আটকাতে পারেননি আজাদ হোসেন। ৩১তম মিনিটে এদুয়ার্দ মোরিওর পাস বক্সে পেয়ে জোরাল ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন রবিউল হাসান। 

দ্বিতীয়ার্ধে পুলিশের গোলোৎসব 

দ্বিতীয় অর্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে পুলিশ এফসি। শুরুতে রবিউলের কর্নারে গোলরক্ষক বল গ্লাভসে নিতে ব্যর্থ হওয়ার পর টোকায় স্কোরলাইন ৩-০ করেন সাইদ শাহ কেরমানি। 

৫৫তম মিনিটে আব্দুল্লাহর গোলে ব্যবধান আরও বাড়ে। ৬২তম মিনিটে আরাঙ্গোর ফ্রি কিক পোস্টে লেগে ফেরার পর রবিউল ফিরতি শটে লক্ষ্যভেদ করেন। ৭৮তম মিনিটে মোরিওর গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে পুলিশ এফসি। 

আবাহনীকে স্পর্শ পুলিশের 

৮০তম মিনিটে বক্সে মাতে পালাসিওস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পুলিশ এফসি। আরাঙ্গোর শট বদলি গোলরক্ষক টিটুর হাতে লেগেও জালে জড়ায়। স্কোরলাইন হয় ৭-০। 

গত এপ্রিলে এএফসি উত্তরাকেই একই ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছিল আবাহনী। 

এই জয়ে এক লাফে ষষ্ঠ থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে পুলিশ এফসি। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট তাদের। 

শেষ দিকের গোলে ডুবল মুক্তিযোদ্ধা সংসদ 

ধুঁকতে থাকা মুক্তিযোদ্ধা সংসদ কোনোভাবেই যেন ডাঙায় ওঠার পথ পাচ্ছে না। রাজশাহীর ম্যাচে ফর্টিস একাডেমিকে অনেকটা সময় আটকে রাখলেও শেষ দিকে দুই গোল হজম করে হেরেছে তারা। 

৮৪তম মিনিটে আমিরউদ্দিন শরিফি ফর্টিসকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন নিরা হোসেন। 

১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ফর্টিস একাডেমি। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা মুক্তিযোদ্ধা সংসদ ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে। 

চলতি লিগে এখন পর্যন্ত একমাত্র জয়হীন দল এএফসি উত্তরা ৪ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।