সতর্কতার অংশ হিসেবে আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 24 Apr 2024, 05:23 PM
আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেস বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তিনি ভালো অবস্থায় আছেন বলে জানিয়েছে তার ক্লাব আতলেতিকো ইন্দিপেন্দিয়েন্তে।
আর্জেন্টিনার ক্লাবটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তেভেস। মঙ্গলবার ইন্দিপেন্দিয়েন্তেই ৪০ বছর বয়সী সাবেক এই ফুটবলারের হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানায়।
“তারা (হাসপাতাল) সংশ্লিষ্ট কিছু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে এবং (ফলাফলে) তারা এখন পর্যন্ত সন্তোষজনক। সংশ্লিষ্ট পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সতর্কতা হিসেবে কার্লোস তেভেসকে হাসপাতালে রাখা হবে।”
আর্জেন্টিনার হয়ে ৭৬ ম্যাচ খেলা তেভেস ক্লাব ক্যারিয়ারে খেলেন বোকা জুনিয়র্স, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও ইউভেন্তুসের হয়ে। ইউনাইটেডের হয়ে দুটি ও সিটির হয়ে একটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন তিনি। ইউভেন্তুসের হয়ে জেতেন দুটি সেরি আর শিরোপা।
২০২১ সালে পেশাদার ফুটবলকে বিদায় বলার পরের বছর রোসারিও সেন্ত্রালের দায়িত্ব নেন তেভেস। গত বছরের অগাস্টে প্রধান কোচ হিসেবে যোগ দেন আতেলতিকো ইন্দিপেন্দিয়েন্তেতে।