চলমান আফ্রিকান নেশন্স কাপে গাম্বিয়ার বিপক্ষে গিনির জয়ের পর দেশটির রাজধানীতে ঘটে ওই দুর্ঘটনা।
Published : 22 Jan 2024, 06:26 PM
আফ্রিকান নেশন্স কাপে গিনির দারুণ এক জয়ের আনন্দের মাঝেই ঘটে গেছে মর্মান্তিক ঘটনা। গেল শুক্রবার আগিবু কামারার একমাত্র গোলে গাম্বিয়াকে হারিয়ে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা জোরাল করে গিনি। তাতে উল্লাসে ফেটে পড়ে দেশটির মানুষ। আর বাঁধভাঙা উদযাপন করতে গিয়েই প্রাণ হারায় ৬ জন।
ম্যাচ শেষের পরপরই প্রাইভেট কার ও মোটরবাইক নিয়ে গিনির রাজধানী কোনাক্রিতে রাস্তায় নেমে আসে মানুষ। দ্রুত গতিতে চলার সময় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন জন মারা যায়। এছাড়া আরও কয়েকটি সড়ক দুর্ঘটনায় আহত হন অনেকে।
সংবাদমাধ্যমের খবর, অনেকে চলমান গাড়ির বনেটের ওপর বসে উদযাপন করছিলেন।
পরে গিনি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ওই উদযাপনের মধ্যে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
ক্যামেরুনের বিপক্ষে ১-১ ড্রয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে গাম্বিয়াকে হারায় গিনি। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে তারা। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সেনেগাল।
১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ক্যামেরুন। তলানিতে গাম্বিয়ার পয়েন্ট শূন্য।
গ্রুপে শেষ রাউন্ডে মঙ্গলবার সেনেগালের মুখোমুখি হবে গিনি। এই ম্যাচে হার এড়ালেই নকআউট পর্বে উঠবে তারা। এমনকি হারলেও তাদের সামনে সুযোগ আছে পরের ধাপে ওঠার।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তাই দেশের মানুষকে এরকম আত্মঘাতী উদযাপন না করার আহ্বান জানিয়েছে দেশটির ফুটবল সংস্থা।
“তাদেরকে খুব সতর্ক থাকতে হবে যেন নিজেদেরকে ঝুঁকিতে না ফেলে, কারণ ফুটবলের লক্ষ্য হলো জীবনে আনন্দ বয়ে আনা, পরিবারকে শোকাহত না করা।”