Published : 19 Jan 2024, 04:28 PM
সুন্দর ফুটবল, দাপুটে পারফরম্যান্স, আধিপত্য ধরে রেখে জয়- একের পর এক ম্যাচ পার হয়ে যাচ্ছে, কিন্তু বার্সেলোনার খেলায় এর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা জয়ের দেখা যে পাচ্ছে না, তা কিন্তু নয়। তবে ফুটবলপ্রেমীদের মনভরা তো দূরের কথা, তাদেরকে হয়তো সন্তুষ্টও করতে পারছে না দলটি। সবশেষ, তৃতীয় স্তরের দল ইউনিয়নিস্তাসের বিপক্ষেই যেমন জিততে ঘাম ছুটে গেল শাভি এর্নান্দেসের দলের।
মৌসুমের শুরু থেকে ম্যাচের পর ম্যাচে এই ছন্নছাড়া পারফরম্যান্সের দায় দলের খেলোয়াড়দের ওপরই বর্তায় বলে মনে করেন বার্সেলোনা ডিফেন্ডার জুল কুন্দে।
চার দিন আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া বার্সেলোনা বৃহস্পতিবার রাতে ‘অচেনা’ ইউনিয়নিস্তাসের মাঠে প্রথম মিনিটেই গোল খেতে বসেছিল। এরপর কিছুটা সময় তারা নিয়ন্ত্রণ করলেও প্রতিপক্ষকে কখনোই চেপে ধরতে পারেনি তারা। উল্টো হজম করে বসে গোল।
প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেলে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোল করে জয়ের পথেও এগিয়ে যায় দলটি; কিন্তু সত্যিকার অর্থে কখনোই স্বস্তিতে থাকতে পারেনি লা লিগার শিরোপাধারীরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে তাদের রক্ষণ ভেঙে দুর্দান্ত দুটি শট নেয় স্বাগতিকরা, অসাধারণ ডাবল সেভে দলকে জয়ের পথে রাখেন ইনাকি পেনা।
শেষ পর্যন্ত বার্সেলোনা ৩-১ গোলে জিতে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলেও তাদের পারফরম্যান্স কোনোভাবেই সন্তোষজনক নয়। দলকে এগিয়ে নেওয়া গোলটি করা তরুণ ফরাসি ডিফেন্ডার কুন্দে ম্যাচের মুভিস্টারকে দেওয়া প্রতিক্রিয়ায় সেই কথায় বললেন।
“দিন শেষে আপনি কোচকে নিয়ে কথা বলতেই পারেন, তবে আমরা (খেলোয়াড়রা) মাঠে খেলি।”
“ফল খারাপ হলে অবশ্যই তা আমাদের দোষ। আজ রাতে আমাদেরকেই ঘুরে দাঁড়াতে হয়েছে। ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল এবং আমাদেরকে এই মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। আমার মতে, চলতি মৌসুমে এটাই আমাদের বড় ঘাটতি।”
পারফরম্যান্সের অধারাবাহিকতা বার্সেলোনার লিগ শিরোপা ধরে রাখার অভিযানেও প্রভাব ফেলেছে। লিগ টেবিলে তারা শীর্ষে থাকা জিরোনার চেয়ে পিছিয়ে পড়েছে ৮ পয়েন্টে।
২০ ম্যাচে ৪৯ পয়েন্ট জিরোনার। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ১৯ ম্যাচ খেলা রেয়াল মাদ্রিদ।
বার্সেলোনার সমান ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আথলেতিক বিলবাও; অবশ্য বার্সেলোনা খেলেছে ১৯ ম্যাচ আর বিলবাও ২০ ম্যাচ।