ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
এই তরুণের জায়গায় দলে ডাক পেয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের অভিজ্ঞ মিডফিল্ডার এমরে কান।
Published : 12 Jun 2024, 09:15 PM
ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না জার্মানির আলেকসান্দার পাভলোভিচের। অসুস্থতার কারণে আসর থেকে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার। তার জায়গায় দলে ডাক পেয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার এমরে কান।
টনসিলের সমস্যায় ভুগছেন ২০ বছর বয়সী পাভলোভিচ। ২০২৩-২৪ মৌসুমে বায়ার্নের হয়ে দারুণ পারফরম্যান্সে গত মার্চে প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি। কিন্তু টনসিলের সমস্যার কারণেই ওই সূচিতে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি খেলতে পারেননি।
এই মাসের শুরুতে ইউক্রেইনের বিপক্ষে ম্যাচ দিয়ে তার জাতীয় দলে অভিষেক হয়। জায়গা পেয়ে যান ইউরোর চূড়ান্ত দলেও। কিন্তু আসর শুরুর দুই দিন আগে ছিটকে যেতে হলো তাকে।
তার জায়গায় দলে আসা কান এই মৌসুমে ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠায় বড় ভূমিকা রাখেন। বুধবারই তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। জার্মানির হয়ে এখন পর্যন্ত ৪৩ ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।
আগামী শুক্রবার উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে জার্মানি। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।