চ্যাম্পিয়ন্স লিগ
বিশ্বকাপজয়ী কিলিয়ান এমবাপের জন্য এখন নিচে খেলতে আপত্তি নেই বেলিংহ্যামের।
Published : 27 Nov 2024, 06:16 PM
রেয়াল মাদ্রিদে আক্রমণভাগে খেললেই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন জুড বেলিংহ্যাম। তবে একাদশে সতীর্থদের জায়গা করে দিতে এবং দলকে জেতাতে একটু পেছনে খেলতেও আপত্তি নেই এই ইংলিশ মিডফিল্ডারের।
গত মৌসুমে রেয়ালের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বেলিংহ্যামের। কিলিয়ান এমবাপে আসার পর ফরমেশনের প্রয়োজনে একটু পেছনে নেমে যেতে হয়েছে এই তরুণকে। সেই কারণেই কিনা, এবার ততটা কার্যকরও হতে পারছেন না তিনি।
গত মৌসুমে লা লিগায় প্রথম ৯ ম্যাচে আট গোল করেছিলেন বেলিংহ্যাম। এবার ৯ ম্যাচে করতে পেরেছেন কেবল দুই গোল। গোলের দীর্ঘ অপেক্ষা শেষে চলসি মাসে এসে আসরে প্রথম জালের দেখা পান তিনি, পরের ম্যাচে করেন আরেকটি।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে লিভারপুলের বিপক্ষে খেলবে রেয়াল। অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। আগের দিন সাংবাদিকদের নিজের খেলা নিয়ে বললেন বেলিংহ্যাম।
“এটা অন্য যেকোনো কিছুতে মানিয়ে নেওয়ার মতোই ব্যাপার। এতে (আমার) খেলায় একটু গতি ও ধরনে পরিবর্তন হয়েছে। তবে দেখিয়েছি যে, আমি ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারি। আমি কিছুটা সামনে খেলতে পছন্দ করি; তবে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়।”
“তারা যেখানে খেলাবে, সেখানেই খেলতে আমি প্রস্তুত। পজিশন দিয়ে আমি ভাবি না। আমরা সবসময় একাদশ সাজাই জয়ের জন্য। গত গ্রীষ্মে যখন দলে যোগ দিয়েছিলাম, তখন দল নিজেদের সেরা খেলোয়াড়দের একজন (করিম) বেনজেমাকে হারিয়েছিল।”
বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার এমবাপের জন্য এখন নিচে খেলতে কোনো আপত্তি নেই বেলিংহ্যামের।
“চলতি বছর আমরা এই প্রজন্মের সেরা খেলোয়াড়দের একজনকে দলে এনেছি। যে অবিশ্বাস্য পরিমাণ গোল করেছে। মাঠে আমার ভূমিকা পরিবর্তন হচ্ছে, আর সেটা করতে আমার কোনো আপত্তি নেই।”