চ্যাম্পিয়ন্স লিগ
২০১০ সালের পর আরেকটি ট্রেবল জয়ের আশায় আছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
Published : 17 Apr 2025, 04:38 PM
জার্মানির পরাশক্তি বায়ার্ন মিউনিখের মাঠে জয়ের পর ফিরতি দেখায় ড্র করে দৃঢ়তার প্রমাণ দিয়েছে ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে জায়গা করে নিয়ে ট্রেবল জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখা দলটির চোখে এখন আকাশ ছোঁয়ার স্বপ্ন।
কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বুধবার বায়ার্নের সঙ্গে ২-২ ড্র করেছে ইন্টার। প্রথম লেগে ২-১ ব্যবধানে জেতায় ৪-৩ গোলের অগ্রগামিতায় শেষ চারে জায়গা করে নিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
সান সিরোয় পিছিয়ে পড়ার পর দ্রুত দুটি গোলে করে এগিয়ে যায় ইন্টার। বায়ার্ন সমতা টানার পর শেষ দিকে স্নায়ুচাপের কঠিন সময়টুকু কোনোমতে পার করে দেয় সিমোনে ইনজাগির দলটি।
সেরি আয় শীর্ষে আছে ইন্টার। ঘরোয়া ফুটবলের আরেক বড় প্রতিযোগিতা ইতালিয়ান কাপে তারা উঠেছে সেমি-ফাইনালে। বায়ার্নের বিপক্ষে দলের দ্বিতীয় গোলটি করা ফরাসি ডিফেন্ডার বাঁজামাঁ পাভার্দ মনে করছেন, তিনটি বড় শিরোপাই তাদের লক্ষ্য হওয়া উচিত।
“চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোলে আমি খুশি। তবে দল সেমি-ফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করায় আমি আরও বেশি খুশি।”
“মাঠে আমরা অনেক ভুগেছি। আমরা জানতাম, ম্যাচে গুরুত্বপূর্ণ হবে রক্ষণ সামলানো। আমরা নিজেদের কাজ ভালোভাবে করেছি। এরপর একজন ডিফেন্ডার যখন স্ট্রাইকার হয়ে ওঠা, সেটা আরও ভালো। নিজেদের জন্য আমরা কোনো সীমা নির্ধারণ করছি না, এত দূর যখন এসেছি তখন আমরা আরও সামনে যেতে চাই।”
প্রথমে বায়ার্ন এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেস। এর মধ্য দিয়ে ইউরোপ সেরার মঞ্চে ইতালির দলটির প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়েন তিনি।
ট্রেবল জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখা আরেক দল স্পেনের বার্সেলোনার বিপক্ষে সেমি-ফাইনালে খেলবে ইন্টার। সেই ম্যাচের আগে সেরি আ শিরোপা জয়ের দিকে মনোযোগ দিতে চান মার্তিনেস।
“আমরা এই সাফল্য অনেক দিন মনে রাখব। ইন্টার কখনও হাল ছাড়ে না। আমাদের ব্যক্তিত্ব, হৃদয় ও দৃঢ় মানসিকতা আছে। আমরা ভুগেছি, কিন্তু আরও একবার দেখিয়েছি যে, আমরা দারুণ কিছু করতে পারি। প্রতিবছরের শুরুতে আমরা সব কিছুই জেতার চেষ্টা করি।”
“(সেমি-ফাইনাল) একটি গুরুত্বপূর্ণ লড়াই হবে, অসাধারণ এক প্রতিপক্ষের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের অনেক ইতিহাস আছে। তবে এখন আমাদের লিগে মনোযোগ দিতে হবে। এরপর আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবতে পারব।”
২০১০ সালে ট্রেবল জিতেছিল ইন্টার। বায়ার্নকে বিদায় করে, জোসে মরিনিয়োর সেই কীর্তি পুনরাবৃত্তির স্বপ্ন দেখছেন কোচ ইনজাগি।
“নিজেদের স্টেডিয়ামে সমর্থকদের সামনে ভীষণ শক্তিশালী একটি দলের বিপক্ষে চমৎকার একটি সন্ধ্যা কাটাচ্ছি। আমাদের দুটি অসাধান ম্যাচ খেলতে হয়েছে, নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে হয়েছে। ছেলেরা ছিল দুর্দান্ত।”