ইংলিশ ফুটবল
ওল্ড ট্র্যাফোর্ডে নতুন প্রধান কোচ হুবেন আমুরির মতে, তার কৌশলের সঙ্গে দলের মানিয়ে নিতে আরও সময় লাগবে।
Published : 25 Nov 2024, 05:59 PM
ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে শুরুটা আশানুরূপ হয়নি হুবেন আমুরির। তবে এতে মোটেও উদ্বিগ্ন নন তিনি। শক্তিতে অনেক পিছিয়ে থাকা ইপ্সউইচ টাউনের বিপক্ষে ড্রয়ের পর পর্তুগিজ কোচ বললেন, সামনেও অনেকটা সময় ভুগতে হবে তার দলকে।
আমুরিকে ঘিরে অনেক প্রত্যাশা ইউনাইটেডের। ব্যর্থতার বলয়ে বন্দি দলটি এই কোচের হাত ধরে কক্ষপথে ফিরবে, আশা সমর্থকদের। ৩৯ বছর বয়সী কোচও আশাবাদী ঐতিহ্যবাদী দলটিকে তার পুরোনো আসনে ফেরানোর, তবে সেজন্য সময় চাইলেন তিনি।
লিগ টেবিলের অবনমন অঞ্চলের দল ইপ্সউইচের মাঠে রোববার ১-১ গোলে ড্র করে প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুটা অবশ্য উজ্জ্বল ছিল তাদের। দ্বিতীয় মিনিটেই মার্কাস র্যাশফোর্ডের গোলে এগিয়ে যায় তারা। এরপর যেন নিজেদের হারিয়ে খুঁজতে থাকে দলটি। তাদের ওপর ছড়ি ঘুরিয়ে প্রথমার্ধের শেষ দিকে ওমারি হাচিনসনের গোলে সমতা টানে ইপ্সউইচ। গোলরক্ষক আন্দ্রে ওনানা দারুণ কিছু সেভ করায় আর গোল হজম করেনি ইউনাইটেড।
স্পোর্তিং লিসবনের দায়িত্ব ছেড়ে ইউনাইটেডে কাজ শুরু করেছেন আমুরি এক সপ্তাহও হয়নি। তবে এরই মধ্যে নিজের ধরনে দলের অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। ইপ্সউইচ ম্যাচে দেখা যায় তার পছন্দের ৩-৪-২-১ ফর্মেশনে ইউনাইটেডকে খেলতে।
নতুন কোচের নতুন কৌশলের সঙ্গে মানিয়ে নিতে যেকোনো দলেরই সময় লাগে। আমুরি বললেন, ইউনাইটেডেরও সময়ের প্রয়োজন।
“আমি জানি, সমর্থকদের জন্য এটা (এই ফল) হতাশাজনক। কিন্তু এই মুহূর্তে ব্যস্ত সূচির মাঝেও আমরা অনেক কিছু পরিবর্তন করছি। সামনেও লম্বা সময় ধরে আমাদের ভুগতে হবে। আমরা ম্যাচ জেতার চেষ্টা করব, তবে এতে সময় লাগবে।”
“আমাদের ম্যাচ জিততে হবে। তবে আজ আমরা হারতে পারতাম, যদি ওনানা না থাকত। তাই আমার মনে হয়, আমাদের এটা বুঝতে হবে, ভাবতে হবে এবং বাস্তববাদী হতে হবে। এই ছেলেরা অনেক কিছু পরিবর্তন করতে প্রশিক্ষণের জন্য কেবল দুই দিন সময় পেয়েছে। সব কিছুর সঙ্গে কেবল তিন দিনে মানিয়ে নেওয়া খেলোয়াড়দের জন্য কঠিন…”
লিগে ১২ ম্যাচে মাত্র চারটি জেতা ইউনাইটেড ১৬ পয়েন্ট নিয়ে আছে ১২ নম্বরে।