আন্তর্জাতিক ফুটবল
চুক্তির মেয়াদ বাড়িয়ে নাগেলসমান বললেন, ‘আমরা শিরোপা জিততে চাই।’
Published : 24 Jan 2025, 08:12 PM
জার্মানি জাতীয় দলের কোচ হিসেবে আরেক দফা চুক্তির মেয়াদ বাড়ালেন ইউলিয়ান নাগেলসমান। ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দলটির ডাগআউটে থাকবেন এই জার্মান কোচ।
নাগেলসমানের কোচিংয়ে ঘরের মাঠে ২০২৪ ইউরোর কোয়ার্টার-ফাইনালে খেলে জার্মানি। তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
চুক্তির মেয়াদ বাড়ানোর কথা শুক্রবার বিবৃতি দিয়ে জানায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। নাগেলসমান জানান শিরোপা জয়ের প্রত্যয়।
“২০২৩ সালের সেপ্টেম্বরে যখন ডিএফবিতে আসি, তখন কল্পনাও করতে পারিনি যে, ঘরের মাঠে ইউরোর পর আমি জাতীয় দলের কোচ থাকব। প্রতিদিন যে প্রতিক্রিয়া আমরা পাই, সেটাই প্রমাণ করে যে, একসঙ্গে আমাদের যাত্রা সঠিক পথে আছে। আমরা একসঙ্গে শিরোপা জিততে চাই।”
নাগেলসমানের কোচিংয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচের ১১টিতে জিতেছে জার্মানি। এছাড়া ড্র ৫টি, হার ৩টি।