চ্যাম্পিয়ন্স লিগ
Published : 03 Oct 2024, 03:01 AM
নিজেদের আঙিনায় ম্যাচে আধিপত্য করল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোলের দেখা পেলেন আলেক্সিস মাক আলিস্তের। চমৎকার একটি গোল উপহার দিলেন মোহামেদ সালাহ। বোলোনিয়াকে হারিয়ে শতভাগ জয়ের ধারা ধরে রাখল লিভারপুল।
অ্যানফিল্ডে বুধবার রাতে লিগ পর্বে ইতালিয়ান দলটির বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্না স্লটের দল।
শুরুতে মাক আলিস্তের দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ।
এক মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরে প্রথম ম্যাচে এসি মিলানকে ৩-১ গোলে হারানো লিভারপুল পেল টানা দ্বিতীয় জয়।
লিভারপুলের প্রথম কোচ হিসেবে দায়িত্বের প্রথম ৯ ম্যাচের ৮টি জয়ের কীর্তি গড়লেন স্লট।
একাদশ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। সালাহর পাসে দূরের পোস্টে পায়ের টোকায় গোলটি করেন মাক আলিস্তের।
আর্জেন্টিনার হয়ে আগেই বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতা এই মিডফিল্ডার চ্যাম্পিয়ন্স লিগে নিজের দ্বিতীয় ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন।
৩২তম মিনিটে সমতায় ফিরতে পারত বোলোনিয়া। সুইস উইঙ্গার এনডয়ের কাছ থেকে নেওয়া শট পোস্টে লাগে। পরের মিনিটে কাসপের আর্বানস্কির শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন।
প্রথমার্ধের মতো অতটা দাপট দ্বিতীয়ার্ধে দেখাতে পারেনি লিভারপুল। তবে ৭৫তম মিনিটে সালাহর দুর্দান্ত গোলে ঠিকই ব্যবধান দ্বিগুণ করে ফেলে তারা। দমিনিক সোবোসলাইয়ের পাস ডান দিকে পেয়ে, বক্সে ঢুকে একজনকে কাটিয়ে বাঁ পায়ের শটে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন মিশরীয় ফরোয়ার্ড।
চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে তার গোল হলো ৬টি, অ্যাসিস্ট আছে ৫টি।
চ্যাম্পিয়ন্স লিগে সালাহর গোল হলো ৪৯টি।
আরও ছয় দলের সঙ্গে সমান ৬ পয়েন্ট লিভারপুলের, গোল ব্যবধানের হিসাবে পঞ্চম স্থানে আছে তারা। শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড।
আগামী শনিবার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল।
বায়ার্নকে হারিয়ে ৪২ বছরের পুরোনো স্মৃতি ফেরাল অ্যাস্টন ভিলা