কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৪-০ গোলে জিতেও সেমি-ফাইনালে ওঠা নিশ্চিত মনে করছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
Published : 10 Apr 2025, 11:35 AM
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠা প্রায় নিশ্চিত বার্সেলোনার। ‘প্রায়’ শব্দটা রাখতে হচ্ছে আনুষ্ঠানিকতার খাতিরে। বাস্তবতা বলছে, এখনই সেমি-ফাইনাল নিয়ে ভাবতে পারে কাতালানরা। তারপরও ভীষণ সতর্ক হান্সি ফ্লিক। মাঠে কাজ শেষ হওয়ার আগে কিছুই শেষ বলে ধরে নিতে চান না বার্সেলোনা কোচ। একই ভাবনা প্রথম লেগে দলের জয়ের নায়কদের একজন রবের্ত লেভানদোভস্কিরও।
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার বরুশিয়া ডর্টমুন্ডকে যেভবে বিধ্বস্ত করেছে বার্সেলোনা, সেখান থেকে জার্মান দলটির ঘুরে দাঁড়ানোর সুযোগ সামান্যই। ঘরের মাঠে ফ্লিকের দল জিতেছে ৪-০ গোলে।
মৌসুমজুড়ে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজানো দল এই ম্যাচেও ছিল দারুণ ছন্দে। চলতি বছর নিজেদের অপরাজেয় পথচলাও ধরে রেখেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৩ ম্যাচ ধরে তারা অপরাজিত। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তারাই একমাত্র দল, যারা কোনো ম্যাচ হারেনি ২০২৫ সালে।
আগামী সপ্তাহে পরের লেগে দলটি খেলবে প্রতিপক্ষের মাঠে। তবে ফুটবলীয় বাস্তবতা বলছে, প্রথম লেগেই কাজ একরকম শেষ করে ফেলেছে তারা।
বার্সেলোনা কোচ পরে যোগ করলেন, ফুটবলে অভাবনীয় অনেক কিছুই হয়ে থাকে।
সেমি-ফাইনালের প্রসঙ্গ উঠতেই অবশ্য ফ্লিক চট করে বললেন, “না না, না, না, না, না, না, না… আমরা অবশ্যই এখনও সেমিতে পৌঁছাইনি!”
“কেউ জানে না কী হতে পারে… ফুটবল খুব পাগলাটে খেলা। সেমিতে উঠতে হলে ডর্টমুন্ডে গিয়েও আজকের মতো খেলতে হবে, ভুল করা যাবে না। আমরা আজকে খুব ভালো খেলেছি এবং এরকম খেললে গোল হবেই, যেমনটি হয়েছে এখানে।”
এই ম্যাচে জোড়া গোল করা লেভানদোভস্কির কণ্ঠেও কোচের কথারই প্রতিধ্বনি।
“আমরা অবশ্যই খুব ভালো খেলেছি। তবে এখনই সেমি-ফাইনাল নিয়ে ভাবছি না। যে মনোযোগ ও মনোভাব আমাদেরকে এখানে বয়ে এনেছে, তা ধরে রাখতে হবে আমাদের। আমরা কোথায় খেলছি বা কোন ম্যাচ, সেসব মুখ্য নয়। একই নিবেদন ও প্রতিজ্ঞা নিয়ে সব ম্যাচ খেলতে চাই আমরা।”
“আমাদের মানসিকতা সবসময়ই জয়ের এবং সেভাবেই ডর্টমুন্ডে গিয়ে খেলব আমরা। আজকে আমরা যেমন খেলেছি, সেখানে গিয়ে এরকমই বা আরও ভালো খেলতে হবে আমাদের।”
লেভানদোভস্কি নিজে যেমন দুর্দান্ত ফর্মে আছেন, তেমনি আক্রমণভাগে তার সঙ্গী রাফিনিয়া ও লামিনে ইয়ামালও দারুণ ছন্দে আছেন। এই ত্রয়ীর সামনে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে একের পর এক প্রতিপক্ষ। মাঝমাঠে পেদ্রি-গাভিরাও দুর্দান্ত ফর্মে আছেন।
চলতি চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচ ৩৬ গোল করেছে বার্সেলোন। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের গোল ৪৮ ম্যাচে ১৪৫টি।
তবে ফ্লিকের কাছে, রক্ষণ থেকে শুরু করে গোটা দলের পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ।
“ (আক্রমণভাগের) ওই তিনজন অসাধারণ এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের রক্ষণভাগ ও পরে যারা মাঠে নামছে, তাদের ভূমিকাও কম নয়। তারা দেখাচ্ছে যে, সবাই দ্রুত প্রভাব রাখতে পারে মাঠে এবং শুরুর একাদশের সবার সঙ্গে একই মানে খেলতে পারে।”
“মৌসুমের এই পর্যায়ে এমন ব্যস্ত সূচিতে সবাইকে চাঙা ও তরতাজা থাকা জরুরি। দলের গভীরতা এখানে মূল ব্যাপার। আমরা আজকে উঁচু মানের ফুটবল খেলেছি, তবে কিছু ভুলও করেছি, যেখানে উন্নতি করা সম্ভব। ডর্টমুন্ডের কিছু গতিময় ফুটবলার আছে, তবে আমরা রক্ষণ ভালো সামলেছি। সেখানে আমি খুশি।”
ডর্টমুন্ডের মাঠে পরের লেগ আগামী মঙ্গলবার।