উয়েফা নেশন্স লিগ
দারুণ এক জয়ের আশা জাগিয়েও পারল না ডাচরা।
Published : 21 Mar 2025, 03:47 AM
শুরুতেই গোল আদায় করে নেওয়ার পর বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারল না স্পেন। ঘরের মাঠে উজ্জীবিত ফুটবলে দারুণ এক জয়ের আশা জাগাল নেদারল্যান্ডস। কিন্তু শেষ দিকে পাল্টে গেল চিত্র। মিকেল মেরিনোর গোলে হার এড়াল স্প্যানিশরা।
রটারডামে বৃহস্পতিবার রাতে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছে। শেষ দিকে ১০ জন নিয়ে খেলেছে ডাচরা।
নিকো উইলিয়ামস স্পেনকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান কোডি হাকপো। দ্বিতীয়ার্ধের শুরুতে টিয়ানি রেইন্ডার্সের গোলে নেদারল্যান্ডস এগিয়ে যাওয়ার পর, শেষ দিকে বদলি নেমে যোগ করা সময়ে সমতা টানেন মেরিনো।
এই নিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইল ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সবশেষ গত বছরের ২২ মার্চ লন্ডনে প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।
শুরুতে নেদারল্যান্ডসের ওপর চাপ বাড়ায় স্পেন। দ্বিতীয় মিনিটে বাঁ দিক থেকে পেদ্রির কোনাকুনি শট ঠেকান গোলরক্ষক বার্ট ভেরব্রুখেন। নবম মিনিটে আর রক্ষা হয়নি স্বাগতিকদের।
ডান দিকে প্রতিপক্ষের একজনের পা থেকে বল কেড়ে নিয়ে লামিনে ইয়ামাল বক্সে পাস দেন পেদ্রিকে। এই মিডফিল্ডারের পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে দারুণভাবে শরীরটা ঘুরিয়ে নিচু শটে জালে পাঠান ২২ বছর বয়সী ফরোয়ার্ড নিকো উইলিয়ামস।
নেদারল্যান্ডস লক্ষ্যে প্রথম শট রাখতে পারে ২৮তম মিনিটে এবং সেটা থেকেই দলকে সমতায় ফেরান হাকপো। বক্সে হেডে বল ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। সতীর্থের পাসে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ২৫ বছর বয়সী লিভারপুল ফরোয়ার্ড।
ধীরে ধীরে গুছিয়ে ওঠা ডাচরা ৩৬তম মিনিটে এগিয়েও যেতে পারত। মেমফিস ডিপাইয়ের জোরাল শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক উনাই সিমোন।
পায়ে অস্বস্তি অনুভব করায় ৪১তম মিনিটে মাঠ ছাড়েন বার্সেলোনা ডিফেন্ডার পাউ কুবার্সি। তার বদলি নেমে স্পেনের জার্সিতে অভিষেক হয় নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ও বয়সভিত্তিক ফুটবলে তাদের হয়ে খেলা ১৯ বছর বয়সী ডিফেন্ডার ডিন হাউসেনের।
পরের মিনিটে অল্পের জন্য গোল পায়নি নেদারল্যান্ডস। বক্সের বাইরে থেকে রেইন্ডার্সের বুলেট গতির শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে ৩৯ সেকেন্ডের মাথায় সেই রেইন্ডার্সের গোলেই এগিয়ে যায় ডাচরা। ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাট-ব্যাক করেন জেরেমি ফ্রিম্পং, আর ছুটে গিয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন এসি মিলান মিডফিল্ডার রেইন্ডার্স।
৬০তম মিনিটে আরেকটি সুযোগ তৈরি করে নেদারল্যান্ডস। এবার হাকপোর শট ঠেকান সিমোন।
আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে লড়াই। ৮১তম মিনিটে রবিন লে নরম্যান্ডকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ১৯ বছর বয়সী ডাচ ডিফেন্ডার জোরেল হাতো।
সেই সুযোগে ডাচদের ওপর চাপ বাড়ায় স্পেন। ফলও পেয়ে যায় তারা যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। নিকো উইলিয়ামসের শট গোলরক্ষক ফেরানোর পর জালে পাঠান ৮৪তম মিনিটে বদলি নামা মেরিনো।
আগামী রোববার স্পেনের ভালেন্সিয়ায় হবে ফিরতি লেগ।
আরও পড়ুন:
রোনালদো-ফের্নান্দেসদের হারিয়ে সেমির পথে এগিয়ে ডেনমার্ক