উয়েফা নেশন্স লিগ
দুই লেগ মিলিয়ে ফল পাল্টে দিতে জার্মানদের আঙিনায় ব্যবধান ঘুচিয়ে দিতে হবে ইতালিকে।
Published : 21 Mar 2025, 04:47 AM
ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে জয়ের সম্ভাবনা জাগাল ইতালি। কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল জার্মানি।
মিলানের সান সিরোয় বৃহস্পতিবার ২-১ গোলে জিতে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে জার্মানরা।
সমান চারবার করে বিশ্বকাপ জয়ী দুই দলের লড়াইয়ে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় ইতালি। নবম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে গোলটি করেন নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার সান্দ্রো তোনালি।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে সমতা টানে জার্মানি। জসুয়া কিমিখের ক্রসে হেডে গোলটি করেন বরুশিয়া মনশেনগ্লাডভাখের ফরোয়ার্ড টিম ক্লাইনডিন্সট।
৭৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন লেয়ন গোরেটস্কা। কিমিখের ক্রসে হেডে জয়সূচক গোলটি করেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার।
টানা দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেল ইতালি। গত নভেম্বরে নেশন্স লিগেই ফ্রান্সের বিপক্ষে ৩-১ গোলে হারের পর, এই বছরের শুরুটাও তাদের হলো পরাজয় দিয়ে।
জার্মানদের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচ হারল ইতালি। ২০২২ সালের জুনে এই প্রতিযোগিতাতেই ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল সবশেষ ২০০৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
জয়ে ফেরার পাশাপাশি সেমি-ফাইনালে ওঠার আরেকটা সুযোগ তিন দিন বাদেই পাচ্ছে ইতালি। আগামী রোববার শেষ আটের ফিরতি লেগের লড়াইটি অবশ্য জার্মানদের দূর্গে।
আরও পড়ুন:
রোনালদো-ফের্নান্দেসদের হারিয়ে সেমির পথে এগিয়ে ডেনমার্ক