Published : 11 Nov 2023, 03:11 PM
স্পেনে জন্ম, খেলেছেন দেশটির বয়সভিত্তিক দলেও। কিন্তু জাতীয় দলে খেলার জন্য পাবলো মাফেয়ো শেষ পর্যন্ত বেছে নিলেন আর্জেন্টনাকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের পরের দুই ম্যাচের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই ডিফেন্ডার।
উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বাছাইয়ের দুটি ম্যাচের জন্য শুক্রবার ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
যথারীতি দলের নেতৃত্বে আছেন লিওনেল মেসি। চোটের কারণে সবশেষ বাছাইয়ের ম্যাচগুলো মিস করা অ্যাটাকিং মিডফিল্ডার আনহেল দি মারিয়া দলে ফিরেছেন। বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো।
২৬ বছর বয়সী মাফেয়োর মা আর্জেন্টাইন। স্প্যানিশ ক্লাব এস্পানিওলের যুব দলে ক্যারিয়ার শুরুর পর তাকে দলে টানে ম্যানচেস্টার সিটি। যদিও সেখান থেকে অধিকাংশ সময়েই তাকে ধারে খেলতে হয়েছে অন্য দলে। এখন আছেন স্পেনের আরেক ক্লাব মায়োর্কাতে।
স্পেনের বয়সভিত্তিক দলে প্রতিনিধিত্ব করলেও দেশটির সিনিয়র দলের হয়ে কখনও খেলা হয়নি মাফেয়োর। তিনি ছাড়া দলের আরেক নতুন মুখ অলিম্পিয়াকোসের লেফট-ব্যাক ফ্রান্সিসকো ওর্তেগা।
বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির দল। পাঁচদিন পর তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাইয়ের সবার ওপরে আছে আর্জেন্টিনা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে, সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে ব্রাজিল ও ভেনেজুয়েলা আছে তিন ও চার নম্বর স্থানে।
এই দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আতালান্তা), ওয়াল্তার বেনিতেস (পিএসভি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মনতিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), হেরমান পেস্সেইয়া (রেয়াল বেতিস), হুয়ান ফয়থ (ভিয়ারিয়াল), মার্কোস আকুনা (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), পাবলো মাফেয়ো (মায়োর্কা), ফ্রান্সিসকো ওর্তেগা (অলিম্পিয়াকোস)।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (ইউভেন্তুস), গিদো রদ্রিগেস (রেয়াল বেতিস), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), এনসো ফের্নান্দেস (চেলসি), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), জিওভান্নি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার)।
ফরোয়ার্ড: পাওলো দিবালা (রোমা), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল দি মারিয়া (বেনফিকা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), লুকাস ওকাম্পোস (সেভিয়া)