ইংলিশ ফুটবল
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে পড়ার শঙ্কায় চেলসির এই ডিফেন্ডার।
Published : 03 Jan 2025, 09:42 PM
হতাশায় মোড়া গত মৌসুমের পর এবার বেশ ভালো শুরু করেছিলেন ওয়েসলি ফোফানা। কিন্তু দুর্ভাগ্য এবারও তার পিছু ছাড়ল না। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে পড়ার শঙ্কায় চেলসির এই ডিফেন্ডার।
এন্টেরিয়র ক্রসিয়েট লিগামেন্টে অস্ত্রোপচারের পর ২০২৩-২৪ মৌসুমের পুরোটা ফোফানাকে মাঠের বাইরে কাটাতে হয়। সেই ধাক্কা সামলে চলতি মৌসুমে আশাব্যাঞ্জক শুরু করেন তিনি। এন্টসো মারেস্কার কোচিংয়ে চেলসির জমাট রক্ষণ গড়ে তুলতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট থাকা অবস্থায় প্রতি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন ফরাসি এই সেন্টার-ব্যাক। কিন্তু গত মাসে অ্যাস্টন ভিলার বিপক্ষে চোট পেয়ে ছিটকে পড়েন তিনি। একই সঙ্গে আরেক ফরাসি সেন্টার-ব্যাক বেনোয়া বাদিয়াশিলের অনুপস্থিতিতে দলের রক্ষণে ফাটল ধরে।
দারুণ ছন্দে এগিয়ে চলার মাঝে হঠাৎ যেন পথ হারিয়ে ফেলেছে চেলসি, প্রিমিয়ার লিগে গত তিন ম্যাচে জিততে পারেনি তারা, হেরেছে সবশেষ দুটিতে। পরের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে দলটি। আগের দিন সংবাদ সম্মেলন রক্ষণ নিয়ে দুর্ভাবনার কথা বললেন মারেস্কা।
“দুর্ভাগ্যবশত ওয়েস অনেকদিনের জন্য ছিটকে গেছে এবং বেনোয়া অন্তত ফেব্রুযারি পর্যন্ত মাঠের বাইরে থাকবে। দুর্ভাগ্যবশত সে(ফোফানা) হয়তো মৌসুমের বাকি সময়ে বাইরেই থাকবে। আমরা ঠিক জানি না, তবে সে মৌসুমে (বড়) একটা অংশ বাইরে থাকবে।”
তবে ফোফানার আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন চেলসি কোচ। এত হতাশার মাঝে একটা ভালো সংবাদ আছে দলটির জন্য; চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ইংলিশ ডিফেন্ডার রিস জেমস।
লিগে ১৯ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। তাদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে চূড়ায় এক ম্যাচ কম খেলা লিভারপুল।