এশিয়ান কাপ বাছাই
সৌদি আরবে ক্যাম্প চলাকালীন সময়ে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান হাভিয়ের কাবরেরা।
Published : 04 Mar 2025, 08:32 PM
ভারত ম্যাচের জন্য তিন ধাপের প্রস্তুতির ঢাকা অংশ শেষ। গত চার দিনে যতটুকু কাজ হয়েছে, খেলোয়াড়দের মধ্যে যে প্রাণশক্তি ও মানসিকতা দেখেছেন, তাতে খুশি হাভিয়ের কাবরেরা। সৌদি আরবে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে ঢাকার কাজ কতটুকু হলো, এখন তা পরখ করে নিতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।
নিবিড় ক্যাম্প করতে বুধবার সৌদি আরব যাবে দল। সেখানে গিয়ে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে, কাবরেরা মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় চতুর্থ দিনের অনুশীলনের ফাঁকে জানালেন, তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা।
“প্রায় পাকাপাকি হয়ে গেছে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি। খুব সম্ভবত সুদানের সাথে একটা ম্যাচ খেলব। তবে আমি আরও দুটি ম্যাচ খেলতে চাই। ইতোমধ্যে একটা ম্যাচ খেলার বন্দোবস্তো হয়েছে, আশা করি আরও দুটিও হবে। সুদানের সাথে একটা বেশি ম্যাচ খেলা সম্ভব নয়। আমি যদি ভুল না জেনে থাকি, তাহলে ওরা ১০ মার্চে চলে যাবে সৌদি থেকে, যেহেতু তারা ১৭ তারিখে সেনেগালের সাথে খেলবে। আমাদের সাথে খেলবে ৮ তারিখে।”
“সম্ভবত সৌদি আরবের দ্বিতীয় বিভাগের দল তাইফের সাথে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলব আমরা। এটা হলেও ভালো হবে। আরেকটা ম্যাচ হতে পারে ম্যাকাওয়ের সাথে। অনেকগুলো বিকল্পই আছে। কেননা, সেখানে ভালো সুবিধা আছে।”
এদিন ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ ন্যাশনাল টিমস কমিটির কর্মকর্তারা। তাদেরকে প্রস্তুতি ম্যাচ নিয়ে নিজের চাওয়া জানিয়ে দিয়েছেন কাবরেরা। বললেন, চার দিনের প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের মতো তিনি নিজেও খুশি।
“এখন পর্যন্ত চার সেশনের অনুশীলনের উন্নতি নিয়ে আমরা খুবই ইতিবাচক। সবাই বেশ প্রাণশক্তিতে ভরপুর, ইতিবাচক মনোভাব নিয়ে প্রস্তুতি নিয়েছে। দলের সবাই আত্মবিশ্বাসী যে, ভালো কিছু করার সামর্থ্য তাদের আছে। আমরা ভারত ম্যাচে আমরা যে স্টাইলে খেলব, তা নিয়ে কাজ করছি।”
“বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির সদস্যর এসেছিল। তাদের সাথে কথা হয়েছে। তারা সবাই ইতিবাচক ক্যাম্প নিয়ে। ক্যাম্পের বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে কথা চলা, আপডেট থাকা সবসময়ই ভালো বিষয়। লক্ষ্য পূরণ করতে হলে আমাদেরকে একসাথেই কাজ করতে হবে।”
এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।