চ্যাম্পিয়ন্স লিগ
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে এবারের লড়াইটাও কঠিন হবে বলে মনে করেন রেয়াল মদ্রিদ কোচ।
Published : 03 Mar 2025, 10:38 PM
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে এবারের লা লিগায় দুইবারের দেখায় মেলেনি জয়। ‘সেই খরা’ কাটানোর লক্ষ্যে এবার চ্যাম্পিয়ন্স লিগে নগরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে যাচ্ছে রেয়াল মাদ্রিদ। তবে আসছে দুই লেগের লড়াইও খুব কঠিন হবে বলে মনে করেন কার্লো আনচেলত্তি। শেষ ষোলোর ফিরতি লেগের আগে এগিয়ে থাকতে প্রথম দেখায় বড় জয়ের কথা তাই কল্পনাও করছেন না রেয়াল মাদ্রিদ কোচ।
রেয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার হবে প্রথম লেগ। পরের সপ্তাহে ফিরতি লেগ হবে আতলেতিকোর ওয়ান্দা মেত্রোপলিতানোয়।
প্রথম লেগে বড় জয় প্রয়োজন বলে মনে করেন কি-না, এমন প্রশ্নে সোমবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি তুলে ধরেন তার ভাবনা।
“আমরা তা মনে করি না। এটা অসম্ভব। লড়াইটা কঠিন হবে এবং দ্বিতীয় লেগেই সবকিছু ফয়সালা হবে। আগামীকালের (মঙ্গলবার) লক্ষ্য ভালো খেলা এবং এগিয়ে যাওয়া। ম্যাচটি হবে সমানে-সমান এবং প্রতিদ্বন্দ্বিতামূলক। আগামীকাল (মঙ্গলবার) আমরা বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারি না। প্রতিপক্ষ শক্তিশালী।”
চলতি মৌসুমে লা লিগায় এই দুই দলের দুটি লড়াই-ই শেষ হয় ১-১ সমতায়।
প্লে-অফে দুই লেগ মিলিয়ে ম্যানচেস্টার সিটিকে ৬-৩ গোলে হারিয়ে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে রেয়াল। সিটি ও আতলেতিকোর খেলার ধরন দুই রকম। অনেক বেশি প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে দিয়েগো সিমেওনের দল। তবে নিজেদের খেলার ধরনে কোনো বদল আনতে চান না আনচেলত্তি।
“দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে পার্থক্য আমাদের বিবেচনা করতে হবে। আতলেতিকো অনেক বেশি পাল্টা-আক্রমণ করতে পারে। কিন্তু আমি আমাদের ধরন, মানসিকতা পরিবর্তন করতে চাই না।”