নারী ফুটবল
প্রথমার্ধে দুই গোল হজম করে পিছিয়ে পড়া বাংলাদেশ পরে আর পারেনি ঘুরে দাঁড়াতে।
Published : 03 Mar 2025, 12:13 AM
প্রথম প্রীতি ম্যাচের ভুলগুলো শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল, কিন্তু মাঠের খেলায় তা অনুদিত হলো না। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আবারও হারল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে রোববার সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। গত বুধবার একই ব্যবধানে হেরেছিল পিটার জেমস বাটলারের দল।
উইমেন’স সাফ জয়ের চার মাস পর আন্তর্জাতিক আঙিনায় ফেরার অভিজ্ঞতা সুখকর হলো না। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ হারল টানা দুই ম্যাচ।
এদিন অবশ্য শুরু থেকে স্বাগতিকদের ভালোভাবেই আটকে রাখে বাংলাদেশ। প্রতিরোধের দেয়ালে চিড় ধরে ৩১তম মিনিটে। আলাদোয়ান নউফের গোলে পিছিয়ে পড়ে দল। এরপর মিয়া লিন্ডবোর্গের লক্ষ্যভেদে বিরতিতে যায় ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পারেনি ঘুরে দাঁড়াতে। বরং ৬১তম মিনিটে জর্জিয়া গিবসনের গোলে আরও কোণঠাসা হয়ে পড়ে দল। ৮০তম মিনিটে অধিনায়ক আফঈদা খন্দকার এক গোল করে যা একটু ব্যবধান কমান।
প্রথম ম্যাচেও আফঈদা এক গোল করেছিলেন, স্পট কিক থেকে। এই সফরে আক্রমণভাগের যাদের উপর ভরসা ছিল সবচেয়ে বেশি, সেই শাহেদা আক্তার রিপা, আইরিন খাতুন, সুরভী আকন্দ প্রীতিদের কেউ পাননি জালের দেখা।
২০২৪ উইমেন’স সাফ পরবর্তী সময়ে বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করা ১৮ জনকে ছাড়াই দুবাই সফরে গিয়েছিল বাংলাদেশ। তুলনামূলক ‘নতুন দল’ এনে দিতে পারল না দারুণ কিছু।