দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হ্যাকারদের নিয়ন্ত্রণে শ্রেয়া ঘোষালের এক্স অ্যাকাউন্ট।
Published : 04 Mar 2025, 11:36 PM
ভারতে সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স অ্যাকাউন্টেরর নিয়ন্ত্রণ এখন গায়িকার হাতে নেই, সেটি হ্যাকড হয়েছে।
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে এই গায়িকার অ্যাকাউন্ট হ্যাকারের নিয়ন্ত্রণে বলে লিখেছে সংবাদ প্রতিদিন। শত চেষ্টা করেও এক্স হ্যান্ডেল টিমের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন বলেও জানিয়েছেন শ্রেয়া।
হিন্দুস্থান টাইমস লিখেছে, অ্যাকাউন্ট হাতছাড়া হওয়ার খবর দিয়েছেন গায়িকা নিজেই। ভক্তদের সতর্ক করে শ্রেয়া বলেছেন, কেউ যেন তার প্রোফাইল থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক না করে।
শ্রেয়ার এক্স হ্যাকড হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি। ওইদিন থেকেই তিনি তার প্রোফাইলে ঢুকতে পারছেন না।
ইনস্টাগ্রামে এক পোস্টে শ্রেয়া ঘোষাল লিখেছেন, “শ্রোতা, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা আমার এক্স অ্যাকাউন্ট গত ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাকড রয়েছে। আমি এটি পুনরুদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু এক্স টিমের কাছ থেকে এখন পর্যন্ত স্বয়ংক্রিয় বার্তা ছাড়া আর কোনো সহযোগিতা পাইনি।”
গায়িকা আরও লিখেছেন, “আমি অ্যাকাউন্টটি ডিলিটও করতে পারছি না, কারণ আমার কোনো অ্যাক্সেস নেই। দয়া করে কেউ ওই অ্যাকাউন্ট থেকে আসা কোনো লিংকে ক্লিক করবেন না বা কোনো বার্তাকে বিশ্বাস করবেন না। সেগুলো সব স্প্যাম ও ফিশিং লিংক।”
অ্যাকাউন্ট ঠিক হলে ভিডিও বার্তা নিয়ে সোশাল মিডিয়ার এই মাধ্যমে হাজির হবেন জানিয়ে শ্রেয়া বলেন, “যদি আমার অ্যাকাউন্ট পুনরুদ্ধার হয় এবং নিরাপদ থাকে, তাহলে আমি নিজেই একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে জানাব।”
হিন্দি সিনেমার অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল পাঁচবার জাতীয় পুরস্কার পেয়েছেন। সিনেমায় প্লেব্যাক ছাড়াও বর্তমানে এই গায়িকা ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিচারকের দায়িত্ব পালন করছেন।