সম্প্রতি ছয় দাবিতে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসব দাবিকে ‘অযৌক্তিক’ দাবি করে ধর্মঘটে যান বাস মালিক-শ্রমিকরা।
Published : 04 Mar 2025, 11:38 PM
জামালপুরে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাস মালিক সমিতি ও বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
প্রত্যাহারের বিষয়টি মঙ্গলবার সাংবাদিকদের জানান জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।
তিনি বলেন, দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর সার্কিট হাউসে একটি বৈঠক হয়। সেখানে জেলা প্রশাসন, বাস-মিনিবাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের মাঝে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ-বিন-রশিদ।
সেখানে তিনি বলেন, “সব দাবি আলোচনাসাপেক্ষে বাস্তবায়নে প্রশাসন সহযোগিতা করবে। আইন নিজের হাতে তুলে নিলে সে যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
গত রোববার ছোট জয়রামপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ‘রাজিব সার্ভিসের’ বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হন। প্রতিবাদে বাসটিতে আগুন দেন স্থানীয়রা।
এরপর রাজিব সার্ভিসের বাস বন্ধ এবং বাস চলাচল ব্যবস্থা সংস্কারসহ ৬ দাবিতে আন্দোলনে নামেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
তাদের দাবি অযৌক্তিক উল্লেখ করে পরের দিন থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
আরও পড়ুন
জামালপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, বিক্ষুব্ধ জনতার আগুন