ইতালিয়ান ফুটবল
আফসোসের সুরে থিয়াগো মোত্তা বললেন, প্রস্তুতির জন্য প্রতিপক্ষের চেয়ে কম সময় পেয়েছেন তারা।
Published : 26 Jan 2025, 04:17 PM
নাপোলির বিপক্ষে প্রথমার্ধে দারুণ পারফরম্যান্সের পর খেই হারিয়ে মেনে নিতে হয়েছে পরাজয়। এবারের সেরি আয় যা ইউভেন্তুসের প্রথম হার। পুরো তিন পয়েন্ট পাওয়ার সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত খালি হাতে ফেরার কষ্ট তো আছেই, সেই সঙ্গে প্রতিপক্ষের চেয়ে প্রস্তুতির জন্য কম সময় পাওয়াটাও ইউভেন্তুস কোচ থিয়াগো মোত্তার আফসোসের বড় কারণ।
লিগ টেবিলের শীর্ষে থাকা দলটির মাঠে বিরতির একটু আগে, পিএসজি থেকে সম্প্রতি ধারে আসা কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় ইউভেন্তুস। কিন্তু প্রথমার্ধের পারফরম্যান্স পরে ধরে রাখতে পারেনি তারা। ৫৭তম মিনিটে জাম্বো আঙ্গিসা ও ৬৯তম মিনিটে রোমেলু লুকাকুর সফল স্পট কিকে এগিয়ে যায় নাপোলি।
বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে না পারায় ম্যাচটি ২-১ গোলে হেরে যায় ইউভেন্তুস।
মৌসুমের শুরু থেকেই ইউভেন্তুসের পারফরম্যান্সে ধারাবাহিকতা বড্ড অভাব দেখা যাচ্ছে। ঘরোয়া লিগে আগের ২১ ম্যাচের মাত্র আটটি জিততে পারে তারা; তবে বাকি ১৩টি ম্যাচে যেকোনোভাবে হার এড়িয়ে ড্র করতে পারে দলটি। এবার সেটাও করতে না পারায় ডিএজেডএনকে দেওয়া ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় হতাশা ঝরল মোত্তার কণ্ঠে।
“এই পরাজয়ে আমি হতাশ। প্রথমার্ধে আমরা ভালো খেলেছিলাম। প্রতিপক্ষকে আমরা অনেক সমস্যায় ফেলেছিলাম; যে দলটি অপ্রত্যাশিতভাবে টেবিলের শীর্ষে ওঠেনি এবং যাদের দারুণ একজন কোচ আছে এবং এই ম্যাচের প্রস্তুতির জন্য তারা পুরোটা সপ্তাহ সময় পেয়েছে।”
“যাহোক, আমাদের ওই সুবিধা (প্রস্তুতির বেশি সময়) ছিল না এবং সেটা মাঠেও ফুটে উঠেছে। কারণ প্রথমার্ধে যেমন ভালো ফুটবল আমরা খেলেছি, সেগুলো দ্বিতীয়ার্ধে টেনে নিতে আমাদের ভুগতে হয়েছে। আর একারণেই আমরা জিততে পারিনি।”
গত মৌসুমে টেবিলের ১০ নম্বরে থেকে সেরি আ শেষ করায় এবার ইউরোপীয় কোনো প্রতিযোগিতায় নেই নাপোলি। ফলে এই ম্যাচের আগে তারা সবশেষ মাঠে নেমেছিল গত ১৮ জানুয়ারি। আর ইউভেন্তুস খেলছে চ্যাম্পিয়ন্স লিগে; গত মঙ্গলবার যেখানে ক্লাব ব্রুজের বিপক্ষে ম্যাচ ছিল তাদের। হারের কারণ হিসেবে এই দিকটাই দেখাতে চাইলেন মোত্তা।
অবশ্য তিনি কেবল ওই ‘অজুহাত’ দেখাননি। নাপোলির মাঠে গত কয়েক বছর ধরেই ভুগছে ইউভেন্তুস, সেটাও অকপটে স্বীকার করে নিলেন এই কোচ।
“মাঠে অনেক পরিস্থিতিতে আমরা ভালো প্রতিক্রিয়া দেখিয়েছি, কিন্তু আজ সেটা আমরা করতে পারিনি। ২০১৯ সাল থেকে ইউভেন্তুস এখানে জেতেনি, এই দিকটায় দৃষ্টি দেওয়াও জরুরি। এখানে টানা ষষ্ঠ ম্যাচ হারল এই দলটি, এতেই প্রমাণ হয় এটা আমাদের জন্য কঠিন জায়গা।”
লিগের শিরোপা লড়াইয়ে আগেই অনেকটা পিছিয়ে পড়েছে ইউভেন্তুস। ২২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।
সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।