ইংলিশ ক্লাবটির বিদায়ী এই ডিফেন্ডারের মতে, পরের মৌসুমে ভালো করতে ব্যক্তিগত স্বার্থের আগে দলীয় অর্জনকে প্রাধান্য দিতে হবে।
Published : 19 May 2024, 04:24 PM
দল গঠনে অর্থ খরচ করতে একদমই কার্পণ্য করে না চেলসি। নির্ভরযোগ্য খেলোয়াড়ও আছে, কিন্তু তবুও মিলছে না কাঙ্ক্ষিত সাফল্য। ব্যর্থতার বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না তারা। এর পেছনে খেলোয়াড়ের অহংবোধকে দায়ী করেছেন ক্লাবটির বিদায়ী ডিফেন্ডার চিয়াগো সিলভা। তার মতে, ব্যক্তিগত স্বার্থ ভুলে দলীয় অর্জনের কথা ভাবলেই আগামীতে মিলবে সাফল্য।
মৌসুমের শেষ লিগ ম্যাচে রোববার বোর্নমাউথের মুখোমুখি হবে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির জার্সিতে এটাই হতে যাচ্ছে সিলভার শেষ ম্যাচ। এই আঙিনায় চার বছর কাটানো ব্রাজিলিয়ান এই ফুটবলার যোগ দিচ্ছেন স্বদেশী ক্লাব ফ্লুমিনেন্সে।
সিলভার হৃদয়ে আলাদা জায়গা করে আছে চেলসি। দলটির ব্যর্থতায় তাই বিদায় বেলায় তারও মন কাঁদছে। গত বছর ৪০ কোটি পাউন্ডের বেশি খরচ করে ১৩ জন নতুন খেলোয়াড় দলে আনে দলটি। কিন্তু তাতে তেমন একটা লাভ হয়নি, পারফরম্যান্সের সূচক নেমেছে কেবল নিচের দিকে। ৩৭ রাউন্ড শেষে ৬০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ২০১৬-১৭ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।
সিলভা মনে করছেন, ক্লাব হিসেবে চেলসির যে মান, সে অনুযায়ী খেলতে পারেনি দল। আগামী মৌসুমে ভালো করতে সতীর্থদের দলের জন্য খেলতে বললেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার।
“আশা করি, খেলোয়াড়রা বুঝতে পারছে যে, চেলসিতে যাওয়ার জন্য তারা যা কিছু করেছে, তার একটা মূল্য থাকতে হবে। কারণ, আমরা যে মৌসুমটি পার করছি, সেখানে আমাদের পারফরম্যান্স চেলসির মানের নয়। আমার মনে হয়, আগামী বছর তাদের আরও ভালো করতে হবে।”
“এই ছেলেদের জানা দরকার যে, চেলসিকে শীর্ষস্থানের (ট্রফি) জন্য লড়াই করতে হবে। আমরা যদি আমাদের অহমের কিছুটা দলের জন্য কাজে লাগাতে পারি, আমার মনে হয় তাহলেই কাজ হবে। যদি সেটা না করি, দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ।”
লিগের শেষ দিকে এসে নিজেদের খুঁজে পেতে শুরু করেছে চেলসি। গত কয়েক সপ্তাহর পারফরম্যান্সে পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠে এসেছে মাওরিসিও পচেত্তিনোর দল। সবশেষ চারটি লিগ ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছে তারা। গত ১৪টি লিগ ম্যাচের মধ্যে তাদের হার কেবল একটি।